For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে সমবায় নির্বাচনে সব আসনে হার বিজেপির! পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ তৃণমূলের

নগাঁ এবং আসানসোল পুরসভায় উপনির্বাচনের সঙ্গে এদিন বেশ কয়েকটি জায়গায় সমবায় সমিতির নির্বাচনও (Co operative Election) ছিল। তেমনই একটি জায়গায় হল নন্দীগ্রামে (Namdigram)। তবে এদিনের সমবায় সমিতির নির্বাচনে বিজেপিনন্দীগ্র

  • |
Google Oneindia Bengali News

বনগাঁ এবং আসানসোল পুরসভায় উপনির্বাচনের সঙ্গে এদিন বেশ কয়েকটি জায়গায় সমবায় সমিতির নির্বাচনও (Co operative Election) ছিল। তেমনই একটি জায়গায় হল নন্দীগ্রামে (Namdigram)। তবে এদিনের সমবায় সমিতির নির্বাচনে বিজেপি নন্দীগ্রামে একটি আসন পায়নি। যা নিয়ে কটাক্ষ করেছে সিপিআইএম।

নন্দীগ্রামেই হার বিজেপির

নন্দীগ্রামেই হার বিজেপির

হানুভূঞা, ঘোলপুকুর ,বিরুলিয়া সমবায় সমিতির নির্বাচন হল রবিবার। ভোটার ছিলেন প্রায় ২১০০ জন। ৫২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৫১ আসনে জয়লাভ করে। সিপিএম পায় ১ আসন। বিজেপি এই নির্বাচনে একটি আসনও পায়নি। একটি আসনে কোনও বিরোধী প্রার্থী ছিল না।

শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূলের

শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূলের

এই জয়ের পরে তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে নিশানা করা হয়েছে। তারা গদ্দার বলে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছে। বিধানসভা নির্বাচনে টান টান উত্তেজনার মধ্যে শুভেন্দু অধিকারী ১৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়
কে পরাজিত করেন। যার জেরে বিধায়ক না হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থাকতে হয় ৫ মাসের মতো। যা নিয়ে শুভেন্দু অধিকারী সুযোগ পেলেই কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমোকে। সেই নন্দীগ্রামে বিজেপিকে হারাতে পেরে ভোটারদের অভিনন্দন জানিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে বিজেপিকে ভারতীয় যাত্রা পার্টি বলেও আক্রমণ করা হয়।
স্থানীয় তৃণমূলের নেতৃত্বের তরফে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে বিরুলিয়ায় শুভেন্দু অধিকারী দাঁড়ালেও তাঁকে হারাবেন। মানুষকে পরিষেবা দিতে বোর্ড কাজ করবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

বিজেপির সাফাই

বিজেপির সাফাই

বিজেপির পক্ষ থেকে দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানা জানিয়েছেন, সমিতির ভোট যেহেতু পরিবার কেন্দ্রিক হয়, তাই বিজেপির পক্ষ থেকে সেভাবে জনসংযোগ করা সম্ভব হয়নি।

একই সঙ্গে বিজেপির তরফে বলা হয়েছে এই সমবায় সমিতির দখল ছিল তৃণমূলেরই হাতে। ফলে সব ভোটার তাদেরই। আর ভোটাররা সবই তৃণমূলের কর্মী। আর ২১০০ ভোটার দিয়ে নন্দীগ্রামকে বিচার করা সম্ভব নয় বলেও বিজেপির তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

সিপিআইএম-এর কটাক্ষ

সিপিআইএম-এর কটাক্ষ

যেখানে বিজেপি শূন্য, সেখানে সিপিএম একটি আসন পেয়েছে। এই ফলাফল নিয়ে কটাক্ষ করেছে সিপিএম। তারা বলছে, এই নির্বাচনও সেটিং। তৃণমূলয়কে জায়গা করে দিল বিজেপি।

মাঝ আকাশে আগুন-আতঙ্কে চালকদের 'মে ডে'! কলকাতায় বিমানের জরুরি অবতরণমাঝ আকাশে আগুন-আতঙ্কে চালকদের 'মে ডে'! কলকাতায় বিমানের জরুরি অবতরণ

English summary
BJP don't get any seat in co operative election in Suvendu Adhikari's Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X