For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিকের ফল প্রকাশ! মেধাতালিকায় প্রথম ১০-এ জেলার জয়-জয়কার

বুধবার সকাল নটায় প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছরের থেকে সামাান্য কমেছে পাশের হার।

  • |
Google Oneindia Bengali News

প্রতীক্ষার অবসান। বুধবার সকাল নটায় প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কোনও পরীক্ষার্থীর রেজাল্ট অসম্পূর্ণ নেই বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছরের থেকে সামাান্য কমেছে পাশের হার। ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। প্রথম দশে আছে ৫৬ জন। এর মধ্যে কলকাতা থেকে মাত্র ২ জন।

 মাধ্যমিকের ফল প্রকাশ! মেধাতালিকায় প্রথম ১০-এ জেলার জয়-জয়কার

পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক, ৯৬.১৩ শতাংশ। সাফল্যের হারে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। কলকাতায় পাশের হার ৯১.১১ শতাংশ । পাশের হারে উত্তরবঙ্গের কালিম্পং অনেক এগিয়ে, ৮৬.৯৫ শতাংশ।

প্রথম স্থান উত্তরবঙ্গে সঞ্জীবনী দেবনাথ, সুনীতি অ্যাকাডেমি, কোচবিহার, ৬৮৯।

বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা, দ্বিতীয়, ৬৮৮।

তৃতীয় ৩ জন, ৬৮৭, সুনীতি অ্যাকাডেমির ছাত্রী ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্রী নীলাব্জা দাস, এই স্কুলেরই মৃন্ময় মণ্ডল একইস্থানে রয়েছে।

উত্তর ২৪ পরগনার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের দীপ গায়েন ৬৮৬ পেয়ে চতুর্থ।

পঞ্চম ৫ জন, ৬৮৫, এঁদের একজন হল সুনীতি অ্যাকাডেমির অঙ্কিতা দাস। এর বাড়ি উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ার গোগরা হাইস্কুলের সৌমি নন্দী। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের শ্রীলেখা পাত্র। মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ নিকেতন বিদ্যামন্দিরের অনীক জানা। কাঁচড়াপাড়া হার্টেন হাইস্কুলের প্রথমকান্তি মজুমদার।

ষষ্ঠ হয়েছেন ৬ জন, ৬৮৪। এঁদের একজন হলেন দিনহাটা হাইস্কুলের সুনীত বাগচি। জলপাইগুড়ি সেন্ট্রাল হাইস্কুলের নিধি চৌধুরী। পুরুলিয়া কেকে হাইস্কুলের অরিত্রিকা পাল। বর্ধমানের কানদারা জনাদাস মেমোরিয়াল হাইস্কুলের প্রতীমান দে। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের শ্রুতি সিংহ মহাপাত্র। নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুলের রৌনক সাহা।

সপ্তম ৫ জন, ৬৮৩। এঁদের মধ্যে রয়েছেন কোচবিহারের মনীন্দ্রনাথ হাইস্কুলের মহাশ্বেতা হোমরায়,বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দেবাঞ্জন ভট্টাচার্য, বর্ধমানের সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দিরের অরিন্দম ঘোষ, দক্ষিণ দিনাজপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যামন্দিরের পারমিতা মণ্ডল, বরাহনগর আরকে মিশন আশ্রম হাইস্কুলের এস তালুকদার

অষ্টম হয়েছেন ৯ জন, ৬৮২। এঁদের মধ্যে কোচবিহারের রামহোলা হাইস্কুলের দেবষ্মিত রায়, আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হাইস্কুলের তাপস দেবনাথ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের জুমানা নার্গিস, মালদা এসি ইনস্টিটিউশনের অরিন্দম সাহা, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের অনামিত্র মুখোপাধ্যায়, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের দেবারতি পাঁজা, বিবেকানন্দন শিক্ষানিকেতন হাইস্কুলের দিশা মণ্ডল, চন্দননগর ভাবিনী নারী শিক্ষা মন্দিরের প্রেরণা মণ্ডল, বাঁকুড়ার সিমলাপাল মদন মোহন হাইস্কুলের রূপ সিংহবাবু।

নবম হয়েছেন বেশ ১১ জন, ৬৮১। এঁদের মধ্য়ে রয়েছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ঐতিয্য সাহা, দার্জিলিং-এর বাগডোগরা বালিকা বিদ্যালয়ের সায়ন্তিকা রায়,মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের অম্লান ভট্টাচার্য ও সায়ন্তন চৌধুরি, কালিয়াচকের মোজামপুর এইচএসএসবি হাইস্কুলের মহম্মদ রফিকুল হাসান, বাঁকুড়ার বিষ্ণুপুরের সায়ন নন্দী, হুগলির মগরার উত্তমচন্দ্র হাইস্কুলে সৌত্রিক সুর,সিঙ্গুর মহামায়া হাইস্কুলের তন্ময় চক্রবর্তী, বীরভূমের সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবটি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের সোহাম আহমেদ, নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের সৈকত সিংহ রায়, কাঁচড়াপাড়া হার্টেন হাইস্কুলের স্বস্তিক কুমার ঘোষ।

দশম হয়েছেন ১৪ জন, ৬৮০। কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের বৈদুর্ষ বিশ্বাস ও সুমন কুমার সাহা, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাইস্কুলের পি সরকার, মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মীর মহম্মদ ওয়াসিফ, মালদহের এসি ইনস্টিটিউশনের অরিত্র সরকার, মালদহের বামনগ্রাম এইচএমএএইচ স্কুলের তামান্না ফিরদৌস, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অন্বেষা দেঘুরিয়া, বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের গৌরব মণ্ডল, হুগলির ঘোড়াদহ এসসি স্কুলের মোনালিসা সামন্ত, বীরভূমের বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের সুভম রায়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ইন্দ্রজিত মিশ্র, তমলুক হ্যামিল্টন হাইস্কুলের অগ্নিভ সিনহা, পূর্ব মেদিনীপুরের বাগমারী নারীকল্যান শিক্ষাসদনের দেবান্ন প্রধান, টাকি বয়েজের পবিত্র সেনাপতি

-------------------------------------------------

ফলাফল জানার জন্য ওয়েবসাইটগুলি হল : wbresults.nic.in, wbbse.org, exametc.com, indiaresults.com, school.gradeup.co, schools9.com, vidyavision.com, jagoranjosh.com, results.shiksha, westbengalonline.in। এছাড়া www.exametc.com -এ রোল ও মোবাইল নম্বর রেজিস্টার করা থাকলেও এসএমএসে রেজাল্ট চলে আসবে। উপরের ওয়েবসাইটের যেকোনও একটি পেজে গিয়ে ফলাফলের লিঙ্ক ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর ও অন্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করতে হবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে রোল নম্বর লিখতে হবে। তারপর ৫৬০৭০ নম্বরে পাঠাতে হবে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া অ্যাপের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন। তার জন্য গুগল প্লে-স্টোর থেকে নামাতে হবে 'MadhyamikResult2018' অ্যাপটি।

৭৭ দিনের মাথায় ফলাফল প্রকাশ হয়েছে। উল্লেখ্য ২০১৮-র মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন।

এবার মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় রেকর্ড সংখ্যক বেশি। ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৫৬ শতাংশ। আর ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৫৫৫ জন। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ।

English summary
WBBSE publishes Madhyamik Examination Result 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X