For Quick Alerts
For Daily Alerts
আসেনি নমুনা রিপোর্ট, সন্দেহজনক করোনা আক্রান্তের মৃত্যু এনআরএস-এ
সন্দেহজনক করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর রবিবার ওই মহিলাকে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ভর্তি করানো হয়েছিল সেখানে। আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছিল তাঁকে। তাঁর নমুনাও পাঠানো হয় নাইসেডে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ ওই মহিলার মৃত্যু হয়।

এদিকে এই মহিলার মৃত্যুর পরেই আতঙ্ক ছড়ায় হাসপাতালে। যদিও মহিলার নমুনা পরীক্ষার রিপোর্চ এখনও আসেনি। রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে কোন রোগে মৃত্যু হয়েছে। নমুনা রিপোর্ট না পাওয়া পর্যন্ত মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না।
হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই হু-এর গাইডলাইন মেনে মৃতদেহে কেমিক্যাল মাখিয়ে প্লাস্টিকের ব্যাগে ঢোকানো হয়েছে। রিপোর্ট পজিটিভ আসলে সরকারি নিয়মে দেহের সৎকার করা হবে। না হলে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।