For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গান্ধী সংকল্প যাত্রা'য় দায়িত্ব নয় শোভনকে! দায়িত্ব পেলেন মুকুল ঘনিষ্ঠ তৃণমূল ত্যাগী নেতা

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যে অস্বস্তি এখনও কাটেনি তা আরও একবার প্রমাণিত হয়ে গেল রবিবার।

  • |
Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যে অস্বস্তি এখনও কাটেনি তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রবিবার রাজ্যে গান্ধী সংকল্প যাত্রার কথা ঘোষণা করেন। যেখানে যেখানে সাংসদ আছেন, সেই লোকসভা কেন্দ্রে তাঁরাই এই যাত্রার নেতৃত্ব দেবেন। আর যেখানে নেই, সেখানে অন্য নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এররকমই একটি কেন্দ্র হল দক্ষিণ কলকাতা। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে।

দিলীপ ঘোষের ঘোষণা

দিলীপ ঘোষের ঘোষণা

রবিবার রাজ্যে গান্ধী সংকল্প যাত্রার সূচি ঘোষণা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, দলীয় বিধায়ক, সাংসদরা ছাড়াও এবারের নির্বাচনে যেসব প্রার্থীরা পরাজিত হয়েছেন, সেই সেই কেন্দ্রে তাঁরা এই গান্ধী সংকল্পযাত্রার নেতৃত্ব দেবেন। তবে বেশ কয়েকজনকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়।

যাদবপুর ও ডায়মন্ডহারবারে দায়িত্ব ২ রাজ্যসভার সাংসদকে

যাদবপুর ও ডায়মন্ডহারবারে দায়িত্ব ২ রাজ্যসভার সাংসদকে

সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ উল্লেখ করেন, গান্ধী সংকল্প যাত্রায় যাদবপুর এবং ডায়মন্ডহারবারে বিজেপির নেতৃত্ব দেবেন যথাক্রমে স্বপন দাশগুপ্ত এবং রূপা গাঙ্গুলি। তবে সেখানে দক্ষিণ কলকাতার নাম উল্লেখ করেননি তিনি।

প্রাক্তন মেয়রের খাস তালুকের দায়িত্বে অপর প্রাক্তন মেয়র

প্রাক্তন মেয়রের খাস তালুকের দায়িত্বে অপর প্রাক্তন মেয়র

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় বিজেপির গান্ধী সংকল্প যাত্রার দায়িত্বে থাকবেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। অগাস্ট মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব দক্ষিণ কলকাতা কেন্দ্রের মধ্যে পড়ে। তিনি হাতের তালুতে চেনেন দক্ষিণ কলকাতাকে। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের নাম না থাকাটা রাজনীতিবিদদের কাছে বিশেষ ঘটনা বলেই মনে হয়েছে। অন্যদিকে দক্ষিণ কলকাতা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন চন্দ্র বসু। সূত্রের খবর অনুযায়ী তাঁর সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে দলেই। ফলে দায়িত্ব গিয়ে পড়েছে বিধাননগরের প্রাক্তন মেয়রের কাঁধে।

বিজেপির সাফাই

বিজেপির সাফাই

তবে শোভন চট্টোপাধ্যায়কে দায়িত্ব না দেওয়া নিয়ে সাফাই দিয়েছে বিজেপি। বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, শোভন চট্টোপাধ্যায় এখন কলকাতায় নেই। তিনি ফিরলে কথা বলা হবে বলেওো জানানো হয়েছে।

বিজেপির একটি সূত্রের ব্যাখ্যা

বিজেপির একটি সূত্রের ব্যাখ্যা

তবে শোভন চট্টোপাধ্যায়কে গান্ধী সংকল্প যাত্রায় দায়িত্ব না দেওয়া নিয়ে বিজেপির একটি সূত্র থেকে অন্য ব্যাখ্যাও দেওয়া হয়েছে। সেই সূত্র বলছে, ১ অক্টোবর নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেখানে শেষ পর্যন্ত উপস্থিন হননি শোভন। যার জেরেই গান্ধী সংকল্প যাত্রায় দায়িত্ব দেওয়া হয়নি শোভন চট্টোপাধ্যায়কে।

English summary
Sabyasachi Dutta will lead the Gandhi Sankalp yatra in South Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X