For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়দিন ও বর্ষবরণে বাড়ল মেট্রো রেল পরিষেবা, করোনা সতর্কতায় বিশেষ নজর কতৃপক্ষের

বড়দিন ও বর্ষবরণে বাড়ল মেট্রো রেল পরিষেবা, করোনা সতর্কতায় বিশেষ নজর কতৃপক্ষের

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই বড়দিনের উন্মাদনায় মাততে চলেছে শহর কলকাতা। খুব স্বাভাবিকভাবেই যীশুর জন্মদিনে রাত জাগবে 'সিটি অফ জয়', ভিড় বাড়বে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড সহ একাধিক এলাকায়। কাজেই উৎসবের মরশুমে শনিবার ট্রেনের সংখ্যা বাড়াল কলকাতা মেট্ররেল কর্পোরেশন।

বড়দিন ও বর্ষবরণে বাড়ল মেট্রো রেল পরিষেবা, করোনা সতর্কতায় বিশেষ নজর কতৃপক্ষের

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে শনিবার সবমিলিয়ে ২৩০টি মেট্রো চলবে। আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রতি শনিবার সকাল সাতটায় দমদম থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম প্রথম মেট্রো ছাড়বে। রাতে ৯টা ১৮তে শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি৷ দমদম থেকে কবি সুভাষ অবধি শেষ মেট্রো ছাড়বে সাড়ে ন'টায়। ওই একই সময়ে কবি সুভাষ থেকেও শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর অবধি। এই সমস্ত বদল থাকছে শুধুমাত্র শনিবারের জন্য। রবিবার মেট্রোর সময়সূচির কোনও বদল ঘটছে না।

তবে আগামী ২৭ ডিসেম্বর থেকে তারিখ সপ্তাহান্তে ২৭৬ মেট্রো চলাচল করবে৷ কারণ শুধু বড়দিনই নয়, উৎসব প্রিয় বাঙালির বছর শেষের ও বর্ষবরণের রাত রয়েছে৷ কলকাতার পার্কস্ট্রিট থেকে চাঁদনী হয়ে বড় এলাকা এই সময় আলোয় সেজে ওঠে, প্রচুর জেন-ওয়াই এই দিনগুলিতে প্রেমিক/প্রেমিকা, প্রিয় মানুষের সঙ্গে ভিড় জমায় পার্কস্ট্রিট চত্ত্বরে৷ তাই এইসময়টায় একটু বেশি মেট্রো রেখে সাধারণের সুবিধার কথা ভাবছে মেট্রো রেল৷

তবে শুধু মেট্রো বাড়িয়ে দিয়েই দায় সারেনি মেট্রোরেল কর্তৃপক্ষ, সঙ্গেই কোভিডবিধির ব্যাপারেও কড়া নজরদারি চালাচ্ছে তারা৷ মেট্রোর নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই ক্যাম্পেইন চলছে 'নো মাস্ক, নো ম্যাট্রো'। উৎসব এলেও যাতেও মেট্রোতে সংক্রমণ ছড়াতে না পারে তার জন্য প্রপার স্যানিটাইজেশন এবং অন্যান্য সুরক্ষাবিধিরও খেয়াল রাখছে মেট্রোরেল কর্তৃপক্ষ৷

English summary
Metro rail service increased at Christmas and New Year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X