For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কেন্দ্রে সুব্রতর ‘না’, গতবারের কংগ্রেস প্রার্থী মালা রায়ের উপর আস্থা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র কলকাতা দক্ষিণ। তার উপর এই কেন্দ্র থেকে তিনি ছ-ছ’বার সাংসদ নির্বাচিত হয়েছেন।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র কলকাতা দক্ষিণ। তার উপর এই কেন্দ্র থেকে তিনি ছ-ছ'বার সাংসদ নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হওয়ার বিশ্বস্ত সৈনিক দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাতে দিয়েছিলেন দক্ষিণ কলকাতার ভার। এবার মালা রায়ের উপর আস্থা রাখলেন তিনি।

মমতার কেন্দ্রে সুব্রতর ‘না’, গতবারের কংগ্রেস প্রার্থী মালা রায়ের উপর আস্থা তৃণমূলের

মালা রায় নিজে এই গুরু দায়িত্ব পেয়ে আপ্লুত। তিনি বলেন, আমি জানতামই না। তারপর দেখলাম দিদি আমার নাম ঘোষণা করেছেন কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে। এই কেন্দ্রটি সবসময় চ্যালেঞ্জিং। মালা রায়ের কথায়, আমি কখনও বিরোধীদের খাটো করে দেখি না, এবারও দেখছি না। দিদির আস্থার মর্যাদা দেওয়ার আমার লক্ষ্য হবে।

উল্লেখ্য, এটা এমন একটা কেন্দ্র যে, এই দক্ষিণ কলকাতা থেকে ৬ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সুব্রত বক্সি উপনির্বাচনে দিতে সাংসদ হয়েছিলেন। ২০১৪ সালেও তিনি সাংসদ নির্বাচিত হন।

কিন্তু দলের রাজ্য সভাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কাজ তাঁকে একা হাতে সামলাতে হয়। তাই তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন এই কেন্দ্র থেকে সাংসদ পদে অন্য নাম ভাবতে। সেইমতো মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে মালা রায়ের নাম বেছে নেন।

[আরও পড়ুন: 'পাশে আছেন' বার্তা দিয়ে তৃণমূলের প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন সুগত বসু ][আরও পড়ুন: 'পাশে আছেন' বার্তা দিয়ে তৃণমূলের প্রার্থী হওয়া থেকে সরে দাঁড়ালেন সুগত বসু ]

তৃণমূলের ৪২ আসনের প্রার্থী তালিকায় ছত্রে ছত্রে চমক ছিল। ছিল গ্ল্যামারের ছটা। সবকিছুকে ছাপিয়ে গেল কলকাতা দক্ষিণের চমক। সবাইকে চমক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র থেকে প্রার্থী করেন মালা রায়কে। উল্লেখ্য, এই মালা রায় গতবার কংগ্রেসের টিকিটে দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী হয়েছিলেন। আর তারপরই কংগ্রেসে ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরবর্তী সময়ে মালা রায়ের স্বামী কংগ্রেসের হেভিওয়েট নেতা নির্বেদ রায়ও যোগ দেন তৃণমূলে।

[আরও পড়ুন;তৃণমূলের ৮ বিধায়ক এবার সাংসদ হওয়ার লড়াইয়ে, মিশন ২০১৯-এ 'চমক' মমতার][আরও পড়ুন;তৃণমূলের ৮ বিধায়ক এবার সাংসদ হওয়ার লড়াইয়ে, মিশন ২০১৯-এ 'চমক' মমতার]

English summary
Mamata Banerjee gives ticket to Mala Roy from Kolkata South. MP Subrata Bakshi informs he don’t want to candidate again,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X