For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন ২০১৯-এ তৃণমূলের টিকিট পেলেন না যাঁরা, একনজরে বাদ পড়া সাংসদদের তালিকা

১০ সাংসদকে প্রার্থী করল না তৃণমূল কংগ্রেস। গতবারের বিজয়ী ১০ সাংসদ এবার বাদ পড়লেন। সেই জায়গায় এলেন অনেক নতুন মুখ। অনেক পুরনো মুখও এলেন।

Google Oneindia Bengali News

১০ সাংসদকে প্রার্থী করল না তৃণমূল কংগ্রেস। গতবারের বিজয়ী ১০ সাংসদ এবার বাদ পড়লেন। সেই জায়গায় এলেন অনেক নতুন মুখ। অনেক পুরনো মুখও এলেন। টলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলেন রাজনৈতিক ব্যক্তিত্বের উপরেই। ভারসাম্য রেখে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো বার্তা দিলেন অনেককেই।

বাদ পড়লেন যাঁরা

কোচবিহার

কোচবিহার

কোচবিহার কেন্দ্রের সাংসদ পার্থসারথি রায়। তাঁর সঙ্গে দলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিবাদ ছিল সর্বজনবিদিত। তার প্রভাব পড়ল এবার লোকসভার প্রার্থী তালিকায়। টিকিট পেলেন না পার্থসারথি।

কৃষ্ণনগর

কৃষ্ণনগর

কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল। তিনি এবার টিকিট পেলেন না। রোজভ্যালিকাণ্ডে তিনি অভিযুক্ত ছিলেন। এবার তাপস পালের জায়গায় টিকিট পেলেন মহুয়া মৈত্র। তিনি করিমপুরের বিধায়ক।

রানাঘাট

রানাঘাট

রানাঘাটের সাংসদ তাপস মণ্ডল। এবার তিনি তৃণমূলের টিকিট পেলেন না। এই কেন্দ্র থেকে লড়বেন প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস। তৃণমূল কংগ্রেস সত্যজিতের স্ত্রীকে এবার সাংসদ হওয়ার টিকিট দিচ্ছে।

ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম

ঝাড়গ্রামের সাংসদ উমা সোরেন। তাঁকে ছোট্ট মেয়ে বলে সম্বোধন করে মমতা জানান, এবার উমা সোরেন প্রার্থী হচ্ছেন না। তাঁর জায়গায় প্রার্থী হচ্ছেন বীরবাহা টুডু। উমাকে অন্য কাজে লাগাতে চান মমতা।

মেদিনীপুর

মেদিনীপুর

মেদিনীপুর কেন্দ্রের সাংসদ সন্ধ্যা রায়। তাঁকে পাশে নিয়েই মমতা জানান, এবার মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিটে লড়বেন মানস ভুঁইয়া। সন্ধ্যাদি, এবার প্রার্থী হতে চাননি। তিনি আলাদাভাবে কাজ করতে চান দলে।

বসিরহাট

বসিরহাট

বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি। তাঁকে এবার বুঝিয়ে-সুঝিয়ে রাজি করানো হয়েছে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হতে। তাঁর জায়গায় বসিরহাটে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান।

যাদবপুর

যাদবপুর

যাদবপুরের সাংসদ সুগত বসু। এবার তিনিও টিকিট পেলেন না। মমতা বলেন, সুগত বসু আমাকে জানিয়েছিলেন তিনি এবার হাভার্ডের অনুমতি পাচ্ছেন না। তাই যাদবপুরে এবার সুগত বসুর জায়গায় প্রার্থী হচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

কলকাতা দক্ষিণ

কলকাতা দক্ষিণ

কলকাতা দক্ষিণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই কেন্দ্রের ভার ছিল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তিনি এবার দলের সংগঠন দেখতে চান, তাই তাঁর জায়গায় এই কেন্দ্র থেকে প্রার্থী করা হল মালা রায়কে।

[আরও পড়ুন; নতুন-পুরনোর মিশেলেই ভরসা মমতার! একনজরে তৃণমূলের নতুন প্রার্থীরা][আরও পড়ুন; নতুন-পুরনোর মিশেলেই ভরসা মমতার! একনজরে তৃণমূলের নতুন প্রার্থীরা]

এছাড়া বহিষ্কৃত দুই সাংসদ অনুপম হাজরা ও সৌমিত্র খাঁয়েরও টিকিট পাওয়ার প্রশ্ন নেই।

সৌমিত্র খাঁ

সৌমিত্র খাঁ

বিষ্ণপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁকে তৃণমূল কংগ্রেস বরখাস্ত করে। তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শ্যামল সাঁতরাকে।

[আরও পড়ুন: ৪২-এর লক্ষ্যে তালিকায় ৪১% মহিলা! একনজরে মমতার মহিলা প্রার্থীরা][আরও পড়ুন: ৪২-এর লক্ষ্যে তালিকায় ৪১% মহিলা! একনজরে মমতার মহিলা প্রার্থীরা]

অনুপম হাজরা

অনুপম হাজরা

বিতর্কিত পোস্ট করে দলের রোষানলে পড়েন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তিনিও বহিষ্কৃত হয়েছেন তৃণমূল থেকে। যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অসিত মালকে।

[আরও পড়ুন:সিপিএম-কংগ্রেস-তৃণমূল একসারিতে! তিন দল থেকে হেভিওয়েটদের বিজেপিতে যোগ মুকুলের হাত ধরে ][আরও পড়ুন:সিপিএম-কংগ্রেস-তৃণমূল একসারিতে! তিন দল থেকে হেভিওয়েটদের বিজেপিতে যোগ মুকুলের হাত ধরে ]

English summary
Mamata Banerjee doesn’t give ticket to 10 MP of TMC in Lok Sabha Election 2019. Mamata Banerjee announces 42 candidates name in Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X