For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার বহুতলে বিস্ফোরণে আহত চার, কারণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল

কলকাতার বহুতলে বিস্ফোরণে আহত চার, কারণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল

  • |
Google Oneindia Bengali News

সাত সকালেই বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতার বালিগঞ্জের বেকবাগানের কড়েয়া এলাকা৷ কড়েয়াতে একটি প্রচন্ড বিস্ফোরণের একটি বহুতলের পাঁচিল উড়ে যায়৷ বৃহস্পতিবার বহুতলের কাছে থাকা স্থানীয় বাসিন্দারা সকাল ছটা নাগাদ বিস্ফোরণের শব্দে বাইরে বেরিয়ে আসেন৷ তারা দেখেন কড়েয়ার বেকবাগান এলাকার ওই বহুতলটির একটি অংশ ভেঙে গিয়েছে৷বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতলের প্রাচীরও।

কলকাতার বহুতলে বিস্ফোরণে আহত চার, কারণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল

এরপর কী কারণে বিস্ফোরণ তার খোঁজ নিতে গিয়ে দেখেন যে ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটেছে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ফ্ল্যাটের মালিক, স্ত্রী, মেয়ে এবং ভাইঝি। স্থানীয়দের থেকেই জানা গিয়েছে ফ্ল্যাট মালিকের নাম আনন্দ দাস। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কিন্তু ঠিক কী থেকে এই বিস্ফোরণ তা প্রাথমিকভাবে বুঝতে পারছেন না কেউ৷ গ্যাস সিলিন্ডার বা সেরকম কোনও দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণ হয়ে থাকতো পারে বলে আশঙ্কা করছেন অনেকে৷ তবে সেরকম কোনও চিহ্ন ধরা পড়েনি৷ যদিও পুরো বিষয়টি জেনে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ৷ কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে একটি ফরেনসিক দলও৷

প্রসঙ্গত ভবানীপুর উপনির্বাচন নিয়ে সরগরম রয়েছে কলকাতা৷ তাই একটু বেশিই সচেতন রয়েছে পুলিশ। বিস্ফোরণের খবর পেয়ে তাই কোনওরকম দেরি করেনি পুলিশ৷ চলতি বছরের শুরুতেই কেষ্টপুরে এরকমই এক বিস্ফোরণ ঘটেছিল এক নির্মীয়মান বহুতল৷ সেসময় পুলিশ, বোমস্কোয়াড এবং ফরেনসিক দল পৌঁছেছিল ঘটনাস্থলে৷

কলকাতার ভবানীপুর এক রাজ্যরাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷ কারণ শুভেন্দুর কাছে নন্দীগ্রামে হারের পর এখানেই উপনির্বাচন লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনে রয়েছে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আসনে না জেতেন তাহলে তাঁকে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে হবে৷ স্বাভাবিকভাবেই এই আসনে তৃণমূল এখন পাখির চোখ করে লড়াই করছে৷ যদিও একুশের নির্বাচনে এই আসনে ২৮ হাজার ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। তিনি পদত্যাগ করার পরই এই আসনে উপনির্বাচন লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
The blast shook the area of Bekbagan in Kolkata's Baliganj at early morning. A multi-storey building's wall was blown up by a massive explosion in Korea. Locals near the multi-storey building came out at around 6am on Thursday at the sound of an explosion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X