For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাই প্রধানমন্ত্রী, ফেডারেল ফ্রন্ট ২০১৯-এ ক্ষমতায়! বার্তা মেয়রের, দেখুন ভিডিও

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও নিজের জন্মদিনে নতুন শপথ নিলেন কলকাতার মেয়র তথা পুর-নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার ১৩৪ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে জনতার শুভেচ্ছায় ভেসে ফিরহাদ দাবি।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও নিজের জন্মদিনে নতুন শপথ নিলেন কলকাতার মেয়র তথা পুর-নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার ১৩৪ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে জনতার শুভেচ্ছায় ভেসে ফিরহাদ দাবি করলেন, বর্তমান বছরে দিদিকে দেশের প্রধানমন্ত্রী আসনে দেখতে চাই আমরা। সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে।

ফেডারেল ফ্রন্টের দাবি

ফেডারেল ফ্রন্টের দাবি

তিনি বলেন, দলের ২১তম প্রতিষ্ঠা দিবসে আমাদের শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করছি, দেশের সরকার হবে ফেডারেল ফন্টের। এই ফ্রন্টের মাধ্যমে ভারতের ক্ষমতায় নতুন একটা নিরপেক্ষ দল আসবে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হন

তিনি বলেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হন। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেশের সব মেয়েরা কন্যাশ্রী পাক, সবুজসাথী পাক এবং ভারতবর্ষের সব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাসপাতালে ফ্রি চিকিৎসা করার সুযোগ পাক।

কেন্দ্রে মানুষের সরকার গড়ার দাবি

ফিরহাদের কথায়, এর আগের ভারতবর্ষের সব সরকারই টাটা-বিড়লা-আম্বানি-আদানির সরকার ছিল। কোনও সময়েই মানুষের সরকার গড়ে ওঠেনি কেন্দ্রে। যিনি মানুষের সরকার গড়েছেন বাংলায়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের সরকার গঠন হোক।

দলের প্রতিষ্ঠা দিবসে জন্মদিন ববির

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৬০ তম জন্মদিন পালন করা হল এদিন। ১৩৪ নম্বর ওয়ার্ডের মেটিয়াব্রুজে এক অনুষ্ঠানে এসে ববি হাকিম কেক কাটলেন ও তৃণমূলের পতাকা উত্তোলন করলেন। শুভেচ্ছা বন্যায় ভেসে গেলেন জনতার। আর প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।

English summary
Firhad Hakim says Mamata Banerjee will be prime minister as Federal front. He hopes that Federal front will be build new government in central,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X