For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মদিনে শুভেচ্ছা মোদীকে! টুইট বার্তা মমতার

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্চা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালই তিনি শুভেচ্ছা বার্তাটি পোস্ট করেন টুইটারে।

  • |
Google Oneindia Bengali News

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্চা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালই তিনি শুভেচ্ছা বার্তাটি পোস্ট করেন টুইটারে। তাতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা। দুজনের সাক্ষাতের ঠিক আগের দিনই মোদীর জন্মদিন পড়ে যাওয়ায় জল্পনাও শুরু হয়েছে।

জন্মদিনে শুভেচ্ছা মোদীকে! টুইট বার্তা মমতার

সাধারণভাবে কোনও মৃত বিশিষ্ট ব্যক্তির জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট দিনের সকালে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেইসবব বার্তার সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানোর বার্তাটিও।

ভোটের প্রচারে সব রাজ্য সরগরম থাকলেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেন ছিল একটু আালাদা। উঠে এসেছিল নানারকমের ব্যক্তিপ্রসঙ্গও। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বছরের দু-একবার কুর্তা-পায়জামা উপহার দেন। সঙ্গে থাকে বাংলার মিষ্টি এবং ফুলও। ফলে এবারের সাক্ষাৎকারের সঙ্গে মোদীর জন্মদিন পড়ে যাওয়ায় সেইসব উপহার থাকবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

[প্রবল দুর্যোগে মুহূর্তে ধূলিস্য়াৎ বাড়ি-স্কুল! উত্তরপ্রদেশ-বিহারের করুণ দৃশ্য ভিডিওবন্দি][প্রবল দুর্যোগে মুহূর্তে ধূলিস্য়াৎ বাড়ি-স্কুল! উত্তরপ্রদেশ-বিহারের করুণ দৃশ্য ভিডিওবন্দি]

দ্বিতীয় মোদী সরকারের বয়স ১০০ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও সাক্ষাৎ হয়নি মোদী এবং মমতার। ফলে এই সাক্ষাতে মুখ্যমন্ত্রী যে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

 [ 'আর্টিকল ৩৭০' লেখা লাড্ডু, ৭০ ফুটের কেক কেটে মোদীর জন্মদিন উদযাপন ]দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, এটা কার্টসি মিট। দুই সরকারেরই কিছু অবলিগেশনস আছে। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বৈঠকে উঠে আসতে পারে রাজ্যের নামবদল প্রসঙ্গও। <br>তৃণমূল কংগ্রেস চায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করা হোক। [ 'আর্টিকল ৩৭০' লেখা লাড্ডু, ৭০ ফুটের কেক কেটে মোদীর জন্মদিন উদযাপন ]দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, এটা কার্টসি মিট। দুই সরকারেরই কিছু অবলিগেশনস আছে। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বৈঠকে উঠে আসতে পারে রাজ্যের নামবদল প্রসঙ্গও।
তৃণমূল কংগ্রেস চায় রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বাংলা করা হোক।

সংসদের বাজেট সেশনের সময় এক প্রতিনিধিদল নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। বেশি কিছু দাবি তুলেছিলেন তিনি। কিন্তু কেন্দ্রের তরফে তাতে কোনও আমল দেওয়া হয়নি।

অন্যদিকে, এক দেশ এক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

English summary
CM Mamata Banerjee greets PM Narendra Modi on birthday. She gives this message on tweeter.On wednesday she can give flower, sweets to Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X