For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগে ভোট উত্তরবঙ্গে, নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গে প্রথমে আসছে কেন্দ্রীয়বাহিনী

এবার রাজ্যে বেনজিরভাবে সাত দফায় লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। তা নিয়ে শাসকদলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এরই মধ্যে ভোট নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসার খবর মিলল।

Google Oneindia Bengali News

এবার রাজ্যে বেনজিরভাবে সাত দফায় লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। তা নিয়ে শাসকদলের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এরই মধ্যে ভোট নির্ঘণ্ট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসার খবর মিলল। শুক্রবারের মধ্যেই রাজ্যে আসছে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী এসে পৌঁছচ্ছে।

আগে ভোট হবে উত্তরবঙ্গে

প্রথম দফার ভোট শুরু হতে এখনও প্রায় এক মাস। তার আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বার্তা চলে এল। বিজেপি সম্প্রতি নির্বাচন কমিশনে তদ্বির করে পঞ্চায়েত ভোটে হিংসার ছবি তুলে ধরে। তারপরই নির্বাচন কমিশনের তরফে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে বাংলায়।

বিরোধীদের অভিযোগ মেনেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীক রুটমার্চ শুরু হয়ে যাচ্ছে মনোনয়নপর্ব শুরুর আগে থেকেই। কোন জেলায় কত বাহিনী পাঠানো হচ্ছে তাও জানিয়ে দিল কমিশন। সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলা থেকেই সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে বলে কমিশন জানিয়েছে।

দক্ষি ২৪ পরগনায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমানেও ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, উত্তরবঙ্গের জেলায় আগে ভোট হবে, তা সত্ত্বেও দক্ষিণ বঙ্গের জেলায় আগে পাঠানো হল কেন্দ্রীয় বাহিনী।

English summary
Central Paramilitary Forces to arrive in West Bengal before one month of Election, Election Commission informs 10 CPF coming in West Bengal for nine districts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X