For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bus Fare: কোনও ভাড়া বাড়ানো হয়নি! বাসের বাড়তি ভাড়া নিয়ে হাইকোর্টে 'ব্যবস্থা নেওয়ার'র হলফনামা সরকারের

Bus Fare: কোনও ভাড়া বাড়ানো হয়নি! বাসের বাড়তি ভাড়া নিয়ে হাইকোর্টে 'ব্যবস্থা নেওয়ার'র হলফনামা সরকারের

  • |
Google Oneindia Bengali News

হাইকোর্টে বাসের বাড়তি ভাড়া নিয়ে হলফনামা দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, ৪ বছর আগে সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি। রাজ্য সরকার কোনও ভাড়া বাড়ায়নি বলেই জানানো হয়েছে আদালতে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে জানুয়ারি মাসে।

অতিরিক্ত ভাড়া না নেওয়া নিশ্চিত করা হবে

অতিরিক্ত ভাড়া না নেওয়া নিশ্চিত করা হবে

রাজ্য সরকারের তরফে পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছেন, অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় তা নিশ্চিত করা হবে। কয়েক দিন আগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হলফনামা জমা দেয় রাজ্য। সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করে পরিবহণ দফতর।

ন্যূনতম ভাড়া ৭ টাকাই

ন্যূনতম ভাড়া ৭ টাকাই


হাইকোর্টের হলফনামার ফলে বেসরকারি বাসে সর্বনিম্ন ৭ টাকা এবং মিনিবাসে সর্বনিম্ন ৮ টাকা, জানিয়ে দিল রাজ্য সরকার। পরিবহণ দফতরের বিশেষ সচিব হলফনামা দিয়ে আদালতে জানিয়েছেন, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের যে ভাড়ার যে তালিকা তৈরি করেছিলেন তা মেনেই বাসগুলি ভাড়া নেবে।

কড়া পদক্ষেপের নির্দেশ

কড়া পদক্ষেপের নির্দেশ

অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপ করতে রাজ্যের পরিবহণ সচিব এবং ডিরেক্টরকে বেশ কয়েক দিন আগে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছেন বিশেষ সচিব। আদালতে পরিবহণ দফতরের বিশেষ সচিব জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ব্যবস্থা নিতে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পরিবহণ দফতরের সব আঞ্চলিক কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে। এব্যাপারে তাঁদেরকে সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা অর্থাৎ রেটচার্টও পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রয়োজনে আদালত অবমাননার মামলা

প্রয়োজনে আদালত অবমাননার মামলা

অন্যদিকে মামলকারীকে হাইকোর্টের তরফে বলা হয়েছে, হলফনামা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখতে হবে। যদি মনে হয় হলফনামা অনুযায়ী কাজ হচ্ছে না, তাহলে প্রয়োজনে আদালত অবমাননার মামলা করা যেতে পারে।
প্রসঙ্গত কোভিডের সময় থেকেই রাজ্যে ইচ্ছা অনুযায়ী ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, বেসরকারি বাস এবং মিনি বাসমালিকদের বিরুদ্ধে। এই অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলায় দায়ের হয়। শুধু মাত্র মুখের কথা নয়, রাজ্য সরকারের পরিবহণ দফতরের কাছে এব্যাপারে হলফনামা জমা দিতে বলে হাইকোর্ট।

তৃণমূলে মোহভঙ্গে তামাং কি ফের গুরুংয়ের হাত ধরবেন, পাহাড়ে নয়া সমীকরণের জল্পনাতৃণমূলে মোহভঙ্গে তামাং কি ফের গুরুংয়ের হাত ধরবেন, পাহাড়ে নয়া সমীকরণের জল্পনা

English summary
Bus fare has not been increased, action will be taken if additional fare is taken, affidavit in Calcutta HC by State Govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X