For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঙ বদলানো-সুযোগ সন্ধানী বলে বাবুলকে নিশানা! রাজনীতি সম্পর্কে জানেন না, নাসিরুদ্দিকে বললেন তৃণমূল নেতা

বালিগঞ্জের সিপিআইএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমের (Saira Shah Halim) সমর্থনে ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ (naseeruddin shah) নাম না করে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) রঙ বদলানে

Google Oneindia Bengali News

বালিগঞ্জের সিপিআইএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমের (Saira Shah Halim) সমর্থনে ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ (naseeruddin shah) নাম না করে তৃণমূল (Trinamool Congress) প্রার্থী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) রঙ বদলানো-সুযোগ সন্ধানী বলে কটাক্ষ করেছিলেন। যা নিয়ে নাসিরুদ্দিন শাহের রাজনৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন বাবুল। তিনি বলেছেন, রাজনীতি সম্পর্কে তাঁর ধারনা অনেক কম।

ভিডিও বার্তায় নাম না করে বাবুলকে নিশানা

এদিন সকালে কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী তথা তাঁর ভাইঝি সায়রা শাহ হালিমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে নাসিরুদ্দিন শাহ বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। পারিবারিক সম্পর্ককে পাশে সরিয়ে রেখে সাহসী, দায়বদ্ধ, সৎ এবং সংবেদনশীল সায়রা শাহ হালিমকে জয়ী করার জন্য বালিগঞ্জের মানুষদের কাছে আহ্বান জানান। তিনি বলেন, ভোট দিতে যাওয়ার আগে ভাবুন। কাকে জনপ্রতিনিধি হিসেবে চান। মানুষের প্রতি দায়বদ্ধতা, নাকি রঙ বদলানো, সুযোগ সন্ধানী কাউকে, যিনি সমাজে বিদ্বেষ ছড়ানো ব্যক্তিকে বেছে নিতে চান।

 রাজনীতি সম্পর্কে জানেন না

রাজনীতি সম্পর্কে জানেন না

এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী সংবাদ মাধ্যমকে বলেছেন, বিভিন্ন সময়ে মন্তব্যের জন্য নাসিরুদ্দিন শাহ হাসির খোরাক হয়েছেন। এর পাশাপাশি বাবুল বলেন, নাসিরুদ্দিন শাহ বড় অভিনেতা। অভিনয় এবং কাজকে শ্রদ্ধা করলেও, নাসিরুদ্দিন শাহ রাজনীতি সম্পর্কে অবগত নন। তাই তিনি তাঁর (বাবুল) সম্পর্কে মন্তব্য করছেন।

 অবস্থান ব্যাখ্যা বাবুলের

অবস্থান ব্যাখ্যা বাবুলের

রঙ বদলানো, সুযোগ সন্ধানী বলে নাসিরুদ্দিনের কটাক্ষের জবাবে বাবুল বলেছেন, দলবদলু দুই রকমের হয়। তিনি (বাবুল) দাবি করেন, যাঁরা সুবিধাবাদী, তাঁরা নিজেদের স্বার্থে দল পরিবর্তন করেন। আর অনেকে আছেন, যাঁরা অন্যায়ের প্রতিবাদ করে দল পরিবর্তন করেন। এসব উনি (নাসিরুদ্দিন) জানেন না বলেও মন্তব্য করেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ। এমন কী রাজনীতি সম্পর্কে নাসিরুদ্দিন শাহের ধারণা অনেক কম বলেও মন্তব্য করেন বাবুল।

মোদী সরকারের কড়া সমালোচক নাসিরুদ্দিন

মোদী সরকারের কড়া সমালোচক নাসিরুদ্দিন

সাধারণভাবে মোদী সরকারের কড়া সমালোচক হিসেবেই পরিচিত নাসিরুদ্দিন। স্বাধীনতার পর থেকে এই সময়ের মতো দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের ওপরে আগ্রাসী হামলা হয়নি বলেও মন্তব্য করেছিলেন তিনি। সিএএ নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, বিষয়টি ভারতের আত্মাকে আঘাত করেছে। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে দেশের যে ৩০০ জন বিশিষ্ট ব্যক্তি সই করেছিলেন, তাঁদের মধ্যে নাসিরুদ্দিন ছিলেন অন্যতম। সেই সময় অবশ্য বাবুল সুপ্রিয় ছিলেন পুরনো দলে। নাসিরুদ্দিনের ভাষায় সেই সময় বাবুল সুপ্রিয় সমাজে বিদ্বেষ ছড়িয়েছিলেন।

দেশের ২৬ কোটি পরিবারের ওপর থেকে ১ লক্ষ টাকা করে তেল কর আদায়! মোদী সরকারকে নিশানা চিদাম্বরমেরদেশের ২৬ কোটি পরিবারের ওপর থেকে ১ লক্ষ টাকা করে তেল কর আদায়! মোদী সরকারকে নিশানা চিদাম্বরমের

English summary
Babul Supriyo targets Naseeruddin Shah's comments on him as opportunists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X