ফের অটোচালকের দাদাগিরি! এবার থানায় ঢুকে হুমকির অভিযোগ
শহর কিংবা শহরতলিতে অটোচালকের দাদাগিরি অব্যাহাত। এবার ইউনিয়ন অফিসে যাওয়ার অভিযোগকারীকে সেখানেই ফেলে মারধনের অভিযোগ উঠেছে দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। এমন কী থানায় গেলে, সেখানে ঢুকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তথ্যপ্রযুক্তি কর্মী অভিজিত বিশ্বাস।

সূত্রের খবর অনুয়ায়ী ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ওই দিন নাগের বাজারে দমদম ক্যান্টনমেন্ট রুটের একটি অটো ধাক্কা মারে তথ্যপ্রযুক্তি কর্মী অভিজিত বিশ্বাসকে। তাঁর পায়ের ওপর দিয়ে অটো চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে চালকের থেকে চড় জোটে। বিষয়টি নিয়ে তিনি ইউনিয়ন অফিসে বলতে গেলে, সেখানে তাঁকে
ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর থানায় যান অভিজিত বিশ্বাস। সেখানেও বেশ কয়েকজন অটোচালক ঢুকে যান। সেখানে ঢুকেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এদিকে অটো ইউনিয়ন মারধরের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হুড়োহুড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন অভিজিত বিশ্বাস। এদিকে ঘটনায় যুক্ত তাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।