For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! ২৫০০ কোটি টাকা কেলেঙ্কারির তদন্তে সিবিআই

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ অগাস্ট : সারদা, রোজভ্যালি কেলেঙ্কারির পর্দাফাঁস হওয়ার পরে রাজ্যজুড়ে হাহাকার পড়ে গিয়েছিল। বহু এজেন্ট, সাধারণ মানুষ অসহায়ভাবে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। মৃত্যুমিছিল শুরু হয়েছিল রাজ্যজুড়ে। আবারও তেমন কিছু হবে না তো, আশঙ্কার মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। [বাজার থেকে টাকা তুলে হজম, গ্রেফতার রুফার্স গোষ্ঠীর কর্ণধার]

কারণ ফের রাজ্যের নানা প্রান্তে জাল বিস্তার করা একটি চিটফান্ড সংস্থার দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। অভিযোগ, সুরা সনমার্গ মাইক্রো ফিনান্স কোম্পানি নামে একটি সংস্থা রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলেছে। [এবার গ্রেফতার আইকোর কর্ণধার]

রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! ২৫০০ কোটি টাকার কেলেঙ্কারি


সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই কোম্পানির শাখা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম সহ মোট ১০ টি রাজ্যে ছড়িয়ে রয়েছে। বাজার থেকে বেআইনিভাবে মোট ২৫০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে। ['প্রভাবশালী' তত্ত্বে সারদা কাণ্ডে জামিন খারিজ 'মন্ত্রী' মদনের]

এদিন সকাল থেকে সিবিআই অধিকারিকদের একটি বড় দল অনেক ভাগে ভাগ হয়ে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তল্লাশিতে নেমেছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে আধিকারিকদের।

সারদা বা রোজভ্যালির মতো কেলেঙ্কারিতে যেভাবে সমাজের প্রভাবশালী যোগ প্রমাণিত হয়েছে, তেমনই এই চিটফান্ড কোম্পানির ক্ষেত্রেও কোনও প্রভাবশালীরা ছিলেন কিনা, তদন্তে সেটাও খতিয়ে দেখার কথা সিবিআইয়ের।

English summary
Another Chit Fund scam, CBI raids for Sura Sanmarg Micro Finance in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X