For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪জি নেটওয়ার্কেও দেশের সেরা মমতার কলকাতা, এমনকী বহু পিছনে সিঙ্গাপুর, হংকং

এবার অত্যাধুনিক প্রযুক্তির লভ্যতাতেও দেশের সমস্ত শহরকে পিছনে ফেলল কলকাতা। সম্প্রতি একটি সমীক্ষা সামনে এসেছে তাতে এই তথ্য প্রকাশ পেয়েছে।

Google Oneindia Bengali News

এবার অত্যাধুনিক প্রযুক্তির লভ্যতাতেও দেশের সমস্ত শহরকে পিছনে ফেলল কলকাতা। সম্প্রতি একটি সমীক্ষা সামনে এসেছে তাতে এই তথ্য প্রকাশ পেয়েছে। এই সমীক্ষাতে জানানো হয়েছে ফোর জি নেটওয়ার্ক-এর লভ্যতায় কলকাতার সবার আগে রয়েছে। এমনকী প্রযুক্তিগত থেকে যথেষ্ট উন্নত সিঙ্গাপুর, হংকং এবং তাইপে, কুয়ালালামপুরও কলকাতার পিছনে রয়েছে।

 ৪জি নেটওয়ার্কেও দেশের সেরা মমতার কলকাতা, এমনকী বহু পিছনে সিঙ্গাপুর, হংকং

দেশের মোট ২২টি টেলিকমিউনিকেশন সার্কেল রয়েছে। তারমধ্যে কলকাতাই সেরা। ওপেন সিঙ্গনাল নামে ব্রিটেনের একটি মোবাইল অ্যানালিটিকস সংস্থা ও স্পিড টেস্টার এই সমীক্ষা প্রকাশ করেছে। সংস্থার সিইও ব্রেন্ডান গিল জানিয়েছেন, 'ফোর জি নেটওয়ার্কের লভ্যতায় কলকাতাই ভারত সেরা। দেশের মধ্যে একমাত্র এই সার্কেল সবচেয়েবেশি চমক দিয়েছে। এখানে এলটিই লভ্যতার স্কোর ৯০%। '

ব্রেন্ডেনের মতে রিলায়েন্স জিও-র প্রভাব এর পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। কারণ রিলায়েন্স জিও প্রথম পরিপূর্ণ ফোর জি ভোলটিই নেটওয়ার্ককে দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে। যার ফলে এয়ারটেল, ভোডাফোন-এর মতো সংস্থাগুলোও দ্রুতগতিততে পরিপূর্ণ ফোর জি নেটওয়ার্ক গড়ে তুলছে।

 ৪জি নেটওয়ার্কেও দেশের সেরা মমতার কলকাতা, এমনকী বহু পিছনে সিঙ্গাপুর, হংকং

ব্রেন্ডেন আরও জানিয়েছেন যে , 'অধিকাংশই ডেটা স্পিডের উপরে গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু, ফোর জি নেটওয়ার্কের লভ্যতা পুরো মোবাইল নেটওয়ার্কের অভিজ্ঞতায় এক অন্য মাত্রা যোগ করেছে। '

 ৪জি নেটওয়ার্কেও দেশের সেরা মমতার কলকাতা, এমনকী বহু পিছনে সিঙ্গাপুর, হংকং

ওপেন সিঙ্গনাল যে সমীক্ষা পেশ করেছে তাতে ফোর জি নেটওয়ার্কে কলকাতার স্থান ৯০.৭%। সেখানে মুম্বই -এর স্কোর ৮৬.৬৫%, দিল্লি- ৮৬.৭৩%। ২০১৮ সালের মে মাস থেকে জুলাই পর্যন্ত ফোর জি নেটওয়ার্কের লভ্যতা নিয়ে এই সমীক্ষা তৈরি করেছে ওপেন সিঙ্গনাল।

 ৪জি নেটওয়ার্কেও দেশের সেরা মমতার কলকাতা, এমনকী বহু পিছনে সিঙ্গাপুর, হংকং

সমীক্ষায় আরও দেখা গিয়েছে কলকাতার বহু পিছনে রয়েছে সিঙ্গাপুর(৮৬.৬%), হংকং(৯০.৪%), তাইপেই (৮৯.৮%), কুয়ালালামপুর(৮০.৮%), ইয়াঙ্গন(৮২.৮%), জাকার্তা(৮৩.৮%), ম্যানিলা (৭৮.৫%)।

 ৪জি নেটওয়ার্কেও দেশের সেরা মমতার কলকাতা, এমনকী বহু পিছনে সিঙ্গাপুর, হংকং

কলকাতার আগে অবশ্য আরও অনেকেই আছে যাদের ফোর জি নেটওয়ার্কের লভ্যতার স্কোর প্রায় ১০০ ছুঁইছুঁই। এরা হল টোকিও (৯৬.৩%), সিওল (৯৭.৯%), ব্যাঙ্কক (৯২.১%)।

ওপেন সিঙ্গানালের মতে রিলায়েন্স জিও না থাকলে ভারতে হয়তো ফোর জি নেটওয়ার্কের লভ্যতা এতটা চমকপ্রদ হত না। এমনকী এই ব্রিটিশ সংস্থার মতে দেশের ২১টি সার্কেলে ফোর জি নেটওয়ার্কের লভ্যতা ৮০% বেশি। এই তালিকায় সবার উপরে রয়েছে পূর্ব ভারত ও উত্তর ভারত। ফোর জি নেটওয়ার্কের লভ্যতার মোট টোটালে ভারতের স্কোর ৮৬.৩% বলেও জানিয়েছে ওপেন সিঙ্গনাল।

এই সংস্থার বিশেষজ্ঞদের মতে ফোর জি নেটওয়ার্কে লভ্যতার সাফল্যের জন্য এলটিই নেটওয়ার্কের দ্রুত বৃদ্ধির অবদান রয়েছে। বিশেষ করে শিল্পপতি মুকেশ অম্বানির রিলায়েন্স সংস্থা যেভাবে এই নেটওয়ার্কের বৃদ্ধি ঘটিয়েছে তা প্রশংসাযোগ্য বলেই মনে করা হচ্ছে।

রিলায়েন্স জিও যে উন্মাদনা ফোর জি-কে ঘিরে তৈরি করেছে তাকে ছোঁয়া অন্য কোনও সংস্থার পক্ষে সহজ নয় বলেই মন্তব্য করেছে ওপেন সিঙ্গনাল। এয়ারটেল এবং ভোডাফোন, আইডিয়া-কে এই ছুঁতে অনেক রাস্তা পার হতে হবে বলে মনে করছেন এই সংস্থার বিশেষজ্ঞরা।

English summary
Another feather on Kolkata. A mobile analyst and Speed tester organisation has brought out a survey report, where Kolkata is far ahead of Singapore, Hong Kong, Taipei in 4 G network availability.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X