For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপের মধ্যে জিং পিং, পার্টি কংগ্রেসে পেশ তাইওয়ান হংকং তুরুপের তাস

Google Oneindia Bengali News

শুরু হয়েছে চিনের পার্টি কংগ্রেস। এটা তাদের ২০তম পার্টি কংগ্রেস। আর এই সম্মেলনে প্রথম থেকেই চাপে রয়েছেন জিং পিং। রবিবাসরীয় এই মহাচাপ কাটাতে হবে। কী করা যায়? তিনি ফেলে দিলেন তাইওয়ান ও হংকং-এর তুরুপের তাস। এছাড়া তার কাছে উপায় ছিল না আসলে। বলে দিলেন তাইওয়ানে অন্য কেউ মাথা গলালে তা মেনে নেবে না চিন আর হংকংয়ে তাদের কড়া নজর রয়েছে।

উদ্বোধনী ভাষণ

উদ্বোধনী ভাষণ

রবিবার স্বাভাবিক ভাবেই যে পার্টি কংগ্রেস শুরু হয় তাতে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা ছিল জিং পিংয়ের। তিনি দাবি করলেন যে, "চিন হংকংয়ের পরিস্থিতি উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ তার সরকার যেমন মেনে নেবে তা তেমনই অন্য কোনও দেশ যদি এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে সেটাও একেবারেই মেনে নেওয়া হবে না।" তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জিং পিংয়ের তুরুপের তাস মার্কা খেলে দেওয়া বক্তব্যকে একেবারেই ব্যাক ফুটে চলে যাওয়া নেতার মন্তব্য হিসাবে দেখছে না। প্রমাণ করতে যেটা মুখে বলছেন তা যে করেও দেখাতে তিনি পিছপা হবেন না তা অনেকেই হলফ করে বলছেন। তাই তার মনে করছেন এর যথেষ্ট যুক্তি আছে।

চিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ

চিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ


পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে চিনের প্রেসিডেন্ট হংকং ও তাইওয়ান নিয়ে এধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শি জিনপিং কমিউনিস্ট পার্টি ও দেশের সর্বোচ্চ পদে রয়েছেন হয়ে গেল আজ ১০ বছর।

মেয়াদ শেষ গিয়েছে তাঁর। আর সর্বত্রই একই নিয়ম খাটে যে নির্দিষ্ট মেয়াদ ফুরোলে দলের প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে হয়। পদ নতুন ভাবে পেতে চান জিন পিং, এদিকে রয়েছে পালটা চাপ। তাঁকে বেজায় চাপের মুখে পড়তে হয়েছে। দেশে এখন সর্বত্রই চিন জিন পিং বিরোধী হাওয়া। জনতা তাঁর বিরোধিতা করেছেন পথে নেমে। তিনি জানতেন যে এই অবস্থায় একটাই উপায় যে হংকং ও তাইওয়ানের হাওয়া।

 কী দাবি জিং পিংয়ের?

কী দাবি জিং পিংয়ের?

জিনপিং দাবি করেন বেজিংয়ের গ্রেট হলে দলীয় প্রতিনিধিদের সামনে যে, "হট্টগোলের রাজনীতি বন্ধ হয়ে গিয়েছে। হংকং সুশাসনের পথে ফিরেছে।"

 আর কী বলেছেন তিনি?

আর কী বলেছেন তিনি?

তিনি বলেছেন যে, "বিদেশিশক্তি ও বিচ্ছিন্নতাবাদ হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই চলছে স্বশাসিত তাইওয়ানে।" তিনি মুখ খুলেছেন দেশে দুর্নীাতিবিরোধী লড়াই নিয়েও। জিং পিং বলেন যে, লড়াই চলছে দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে। বিপদমুক্ত করেছে যা মানুষ ও দেশের সেনাবাহিনীকে।"

আরও বিপদে উদ্ধবের শিবসেনা, বালা সাহেবের নাতি নামছেন শিন্ডের দলের নির্বাচনী প্রচারে আরও বিপদে উদ্ধবের শিবসেনা, বালা সাহেবের নাতি নামছেন শিন্ডের দলের নির্বাচনী প্রচারে

English summary
china president xing ping said on hong kong
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X