For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেন এবার পাল্টা দিচ্ছে রাশিয়াকে! ক্ষেপণাস্ত্র হামলায় চার শতাধিক রুশ সেনা নিহত

ইউক্রেন এবার পাল্টা দিতে শুরু করেছে রাশিয়াকে! ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চার শতাধিক রুশ সেনা নিহত হয়েছে বলে সংবাদ সংস্তা তরফে জানা হিয়েছে। ইউক্রেনের তরফে এই দাবি করা হয়েছে সম্প্রতি।

Google Oneindia Bengali News

ইউক্রেন এবার পাল্টা দিতে শুরু করেছে রাশিয়াকে! ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চার শতাধিক রুশ সেনা নিহত হয়েছে বলে সংবাদ সংস্তা তরফে জানা হিয়েছে। ইউক্রেনের তরফে এই দাবি করা হয়েছে সম্প্রতি। আবার রাশিয়াও তাঁদের সেনাদের উপর ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০০ সেনা নিহত হয়েছে। রাশিয়ার এই ঘটনার কথা স্বীকার করে নেয়। তবে ইউক্রেনের দাবি করা পরিসংখ্যানের সঙ্গে ঐক্যমত্য নয় রাশিয়া। তাদের মাত্র ৬৩ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেন সেটা ৪০০ বলে দাবি করছে।

ইউক্রেন এবার পাল্টা দিচ্ছে রাশিয়াকে! ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের দিন মাকিভকা শহরের একটি ভবনে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা করে। সেখানে রুশ বাহিনী অবস্থান করছিল। যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা খুব মুশকিল। তবে অনুমান সাপেক্ষে উভয় দেশই উভয়ের মতো করে হতাহতের সংখ্যা জানিয়েছে।

সোমবার এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী রাশিার সৈন্যদের থাকার একটি ভবনে মার্কিন তৈরির হিমারস রকেট সিস্টেমে ব্যবহার করে ছয়টি রকেট নিক্ষেপ করেছে। তাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, ইউক্রেন যা বলছে, তা সঠিক নয়। ঘটনাটি সত্য, কিন্তু মাত্র ৬৩ জন সেনা মারা গিয়েচে।

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় সেনা ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। নিহতরা মূলত সঙ্ঘবদ্ধ হয়ে ছিল। এই সেনাদল তরফে ওই ভবনে গোলাবারুদ মজুত করে রাখা হয়েছিল। ক্ষেপণাস্ত্র হামলায় সেই গোলাবারুদ সমস্ত নষ্ট হয়ে যায়। যাঁরা ছিলেন ওই ভবনে, তাঁদের প্রায় সবাই মারা যান বলেও জানা গিয়েছে। তবে সেখানে কতজন ছিল তা স্পষ্ট নয়।

রাশিয়ার তরফে অধিকৃত ওই অঞ্চলে ইউক্রেনে হামলার জন্য পরিকল্পনা করা হয়েছিল। সেখানে থেকে ইউক্রেনের কোনও অংশে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছিলেন। সেই রুশ পরিকল্পনা ভেস্তে দিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের কাছে আগাম খবর ছিল রুশ সেনা জমায়েতের। সেই মোতাবেক হামলা চালিয়ে রাশিয়াকে ধরাশায়ী করে ইউক্রেন।

ইউক্রেন সেনা বাহিনীর মতে, আনুমানিক ৪০০ জন নিহত হয়েছে। ৩০০ জনের মতো আহত হয়েছে। এছাড়া প্রতিদিনই তাঁদের হামলায় শত শত রুশ সেনা নিহত হচ্ছে। তবে তার মধ্যে নববর্ষের দিন যে হামলা হল, তা সবথেকে মারাত্মক ছিল। এই হামলাটি ইউক্রেন পরিচালিত করেছিল হিমারস ক্ষেপণাস্ত্র দিয়ে।

English summary
Ukraine attacks on Russian soldiers and claims over four hundreds by missile.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X