For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন শেষ ভ্যারিয়েন্ট নয়, ভবিষ্যতে আরও তীব্র মিউটেশন আসার ইঙ্গিত দিল হু

ওমিক্রন শেষ ভ্যারিয়েন্ট নয়

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে যেভাবে ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্ক ক্রমশঃ বাড়ছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে বিশ্ববাসী যেন টিকাকরণ করিয়ে নেন এবং মাস্ক পরে যেতে হবে অনবরত। কোভিড–১৯–এর প্রযুক্তিগত প্রধান মারিয়া ভ্যান কেরখোভে জানিয়েছেন যে করোনা ভাইরাসের শেষ ভ্যারিয়েন্ট নয় ওমিক্রন এবং ভবিষ্যতে আরও ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে।

ওমিক্রন শেষ ভ্যারিয়েন্ট নয়, ভবিষ্যতে আরও তীব্র মিউটেশন আসার ইঙ্গিত দিল হু


এক সাক্ষাতকারে মারিয়া ভ্যান বলেন, '‌এই ভাইরাস এখনও বিবর্তিত ও পরিবর্তন হচ্ছে এবং আমাদের সেই অনুযায়ী কৌশল বদল করতে হবে। আমাদের শুধু বিশ্বজুড়ে টিকাদানের কভারেজ বাড়াতে হবে তাই নয়, চেষ্টা করতে হবে এবং পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক ওয়েভের এটাই শেষ নয় এবং ওমিক্রনও শেষ ভ্যারিয়েন্ট নয়।’‌ তিনি আরও জানিয়েছেন যে গোটা বিশ্বজুড়ে টিকাকরণ কর্মসূচিতে ১০ বিলিয়ন ভ্যাকসিন ডোজের মধ্যে এখনও ৩০০ কোটি মানুষ তাদের প্রথম ডোজ গ্রহণ করেছে। সুতরাং, আমাদের এখনও একটি অত্যন্ত সংবেদনশীল জনসংখ্যা রয়েছে এবং এমনকি কিছু দেশ আরও এগিয়ে গেলেও, আমাদের এই বিশ্বজুড়ে সমস্যাটিকে বৈশ্বিক সমাধান দিয়ে মীমাংসা করতে হবে।

ওমিক্রনের উপসর্গ মৃদু এই প্রসঙ্গে মারিয়া ভ্যান কেরখোভে জানিয়েছেন যে ওমিক্রনের উপসর্গ মৃদু এই প্রচলন গোটা বিশ্বে ছড়িয়ে পড়সেও তা আসলে মৃদু নয়। তিনি বরং জানান যে ডেল্টার চেয়ে এটা কম গুরুতর হলেও, এই ভ্যারিয়েন্ট মানুষকে হাসপাতালে ভর্তি করতে পারে, বিশেষ করে যাঁদের টিকাকরণ করানো নেই এবং একাধিক রোগে আক্রান্ত। তিনি বলেন, '‌তবে ভবিষ্যতের ভ্যারিয়েন্টগুলি কম গুরুতর এর কোনও নিশ্চয়তা নেই। আমরা আশা করছি যে এরপর যে ভ্যারিয়েন্টের সৃষ্টি হবে যা বেঁচে থাকার জন্য ওমিক্রনের চেয়ে উপযুক্ত এবং আরও উন্নত হতে পারে। ওমিক্রন যে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে তা দেখে আমাদের আগামী ভ্যারিয়েন্টের জন্য প্রস্তুতি সারতে হবে, যাতে ভবিষ্যতের ভ্যারিয়েন্টের সঙ্গে আমরা লড়তে পারি।’‌

প্রসঙ্গত, হু–এর ইউরোপের নির্দেশক হ্যান্স ক্লুজ করোনা মহামারি নিয়ে আশার এক আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের পরেই শেষ হতে চলেছে করোনার মহামারির প্রভাব। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন প্রথমবার ইঙ্গিত দিয়েছে যে, ইউরোপে করোনা মহামারি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

English summary
omicron is not the last variant more severe mutations may occur in the future claims who,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X