For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতেই গ্রেফতার হলেন নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ! দেখুন সেই মুহুর্তের ভিডিও

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

Google Oneindia Bengali News

গ্রেফতার হলেন নওয়াজ শরিফ। যেমনটা ভাবা হয়েছিল, সেরকমভাবেই লাহোর বিমানবন্দরেই নওয়াজ ও মরিয়ম শরিফকে গ্রেফতার করেন পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর আধিকারিকরা। এরপর এক বিশেষ বিমানে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসলামাবাদে। রাতেই তাদের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হতে পারে।

রাতেই গ্রেফতার নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ

শুক্রবার সন্ধ্যা ৬টাতেই লাহোরের আল্লামা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল নওয়াজ ও মরিয়ম শরিফের। কিন্তু এতিহাদ এয়ারওয়েজের বিমান লাহোর ছোঁয় রাত নটা বেজে ৩৫ মিনিটে। বিমান বন্দরেই অপেক্ষা করছিল এনএবির ১৬ সদস্যের বিশেষ দল। দলটির নেতৃত্বে ছিলেন এনএবি-র লাহোর শাখার ডিজি সেলিম শাহজাদ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা মিটিয়ে রাত ১০টা ৬ নাগাদ হজ লাউঞ্জে আসতেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও তাঁর কন্যাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁদের পাসপোর্টগুলিও। কোনও রকম বিরোধিতা না করে শান্তভাবেই গ্রেফতারি বরণ করেন পিতা ও কন্যা। সেই কারণে তাঁদের হাতকড়া পরানো হয়নি।

বিমান বন্দরেই রাখা ছিল এনএবির ২ টি হেলিকপ্টার ও একটি প্রাইভেট জেট বিমান। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০ টা নাগাদ নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজকে নিয়ে ওই বিশেষ বিমানে ইসলামাবাদের উদ্দেশ্যে রওণা হয়েছেন এনএবির অফিসাররা।

শুক্রবার সারাদিন লাহোর শহরে ধুন্ধুমার চালিয়েছে পিএমএল(এন) সমর্থকরা। তাদের সামলাতে হিমশিম খেয়েছ প্রশাসন। বিমানবন্দরে বিপুল লোকের মিছিল নিয়ে আসার কর্মসূচী ছিল দলের। তা আটকাতে বিমান বন্দরের রাস্তায় বড় বড় কন্টেনার ফেলে বাধা সৃষ্টি করেছিল প্রশাসন। একসময় ক্রেন এনে সেই বাধা সরাতে শুরু করেছিল পিএমএল(এন) সমর্থকরা। লাহোরের জায়গায় জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ এখনও জারি রয়েছে। তবে সেই তুলনায় বেশ নির্বিঘ্নেই ঘটে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গেরফতারি।

English summary
Ex-Pak Prime Minister Nawaz Sharif and Maryam Nawaz have been arrested from Lahore airport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X