কারাবাসেও নেই রক্ষে, নওয়াজ-মরিয়মের জন্য আরও অস্বস্তি নিয়ে হাজির পাক কোর্ট
প্রত্যাশা মতই ক্লাস বি বন্দির মর্যাদা পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়ম নওয়াজ। কিন্তু তাঁদের এতটুকু স্বস্তি দিতে নারাজ বিচার বিভাগ। জেলের মধ্যেই আরও দুটি দুর্নীতির মামলার শুনানি চলবে বলে জানিয়েছে পাক বিচারপতি মহম্মদ বশির।

এদিকে ইসলামাবাদ প্রশাসন সিহল পুলিশ ট্রেনিং কলেজে একটি রেস্ট হাউসকে তাঁদের সাবজেল হিসেবে ঘোষণা করেছে। কিন্তু দেশ জুড়ে গোলমালের জেরে তাদের আপাতত আদিয়ালা জেলেই রাখার সিদ্ধান্ত হয়েছে। ক্লাস বি বন্দি হিসেবে তাদের কায়িক পরিশ্রম করতে হবে না, কিন্তু নিরক্ষর বন্দিদের পড়ানোর মতো কাজে তাদের যুক্ত হতে হবে।
মিলবে টিভি, এসি মেসিন, খবরের কাগজও। তবে তার জন্য নিজেদের গ্যাঁটের কড়ি ফেলতে হবে। জেল থেকে অন্য কোনও বন্দিকে সহকারি হিসেবেও দেওয়া হতে পারে। এছাড়া জেলের মধ্যে একটি বিছানা, একটি চেয়ার, তেল সাবান, ডিটারজেন্ট পাউডার ইত্যাদি পাবেন।
শুক্রবার লাহোর বিমানবন্দরে নামার পরই পিতা ও কন্য়াকে গ্রেফতার করা হয়েছিল। তারপর বিশেষ বিমানে উড়িয়ে আনা হয় ইসলামাবাদে। সেখান থেকে সশস্ত্র সেনা সজ্জিত একটি গাড়িতে করে পুলিশ প্রহরায় তাদের দুজনকে আনা হয় আদিয়ালা জেলে। রাতেই আদিয়ালা জেলে চিকিৎসকদের একটি দল নওয়াজ ও মরিয়মকে পরীক্ষা করে তাঁদের সুস্থ বলে ঘোষণা করেন।