For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিংহাসন ছাড়ছেন সম্রাট আকিহিতো, জাপানে নয়া ইতিহাসের সূচনা

ঐতিহ্য ভেঙে সিংহাসন ছেড়ে দিচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহ্য ভেঙে সিংহাসন ছেড়ে দিচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো। এদিন স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ দায়িত্ব তিনি তুলে দেবেন পুত্র নারুহিতোর হাতে। সম্রাটের দায়িত্ব হস্তান্তরের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সবমিলিয়ে জাপানে এখন উৎসবের আবহ গোটা দেশ জুড়ে।

তিন দশক দায়িত্ব পালন

তিন দশক দায়িত্ব পালন

জাপানের সম্রাট হিসাবে তিন দশক দায়িত্ব পালন করেছেন আকিহিতো। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তিনি দায়িত্ব ছাড়ছেন। ফলে জাপানের রাজ পরিবারের ইতিহাসে নয়া অধ্যায় তৈরি হতে চলেছে। একইসঙ্গে জাপানে ১০ দিন ব্যাপী সাধারণ ছুটি ঘোষণা হয়েছে। যার ফলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ছুটি পেয়েছেন জাপানিরা। গত ২৭ এপ্রিল থেকে এই ছুটি ঘোষণা হয়েছে।

শারীরিক কষ্টে ভুগছেন আকিহিতো

শারীরিক কষ্টে ভুগছেন আকিহিতো

এর আগে ২০১৬ সালে আকিহিতো দেশবাসীকে দেওয়া ভাষণে সম্রাটের পদ ছাড়ার ইঙ্গিত দেন। ক্যানসার সহ নানা রোগে কষ্ট পাওয়া ছাড়াও বয়সের কারণে শরীরও আর দিচ্ছিল না আকিহিতোর। সেই কারণেই তিনি প্রথা ভেঙে সরে যাচ্ছেন।

নতুন আইন করে বিদায়

নতুন আইন করে বিদায়

জাপানের আইনে সম্রাটের সিংহাসন ত্যাগ করার বিধান ছিল না। তবে ২০১৬ সালে আকিহিতোর ঘোষণার পর বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়। সেই কমিটির সুপারিশ অনুযায়ী শিনজো আবে নতুন আইন করে সম্রাটের সিংহাসন ছাড়ার পথ প্রশস্ত করে দিয়েছে।

English summary
Japan's Emperor to step down and usher in new era for world's oldest monarchy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X