পাকিস্তানে ডিএনএতেই রয়েছে সন্ত্রাসবাদ! ইউনেস্কোর সাধারণ সভায় আক্রমণ ভারতের
ইউনেস্কোর সাধারণ সভায় পাকিস্তানকে লক্ষ্য করে আক্রমণ ভারতের। আক্রমণ করে ভারত বলেছে, নগদের অভাবে ভুগতে থাকা দেশের ডিএনএ-তেই রয়েছে সন্ত্রাসবাদ। আর এই দেশের নিউরোটিক আচরণই এর অর্থনীতি আর সমাজ ধ্বংসের জন্য দায়ী। বলেছেন ভারতের প্রতিনিধি।

ইউনেস্কোর সাধারণ সভায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন অনন্যা আগরওয়াল। তিনি বলেছেন, পাকিস্তানের নিউরোটিক আচরণই এর অর্থনীতি আর সমাজ ধ্বংসের জন্য দায়ী। আর পাকিস্তানের ডিএনএ-তেই রয়েছে সন্ত্রাসবাদ। সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে সেখানে অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তারই জবাব দেন ভারতের প্রতিনিধি অনন্যা। তিনি বলেন, ভারত ইউনেস্কোকে পাকিস্তানের হতাশাজনক ব্যবহারের নিন্দা করছে।
অনন্যা আগরওয়াল উল্লেখ করেন, ভঙ্গুর দেশের নিরিখে ২০১৮-তে পাকিস্তান ছিল ১৪ তম স্থানে।
ভারতের প্রতিনিধি পাকিস্তানে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে অভিযোগ করেন, রাষ্ট্রসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে খোলাখুলি পারমানবিক যুদ্ধের প্রচার করছেন তিনি। এব্যাপারে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইমরান খানের বক্তব্য তুলে ধরেন।
এপ্রসঙ্গে পাকিস্তানকে আক্রমণ করতে গিয়ে ভারতের প্রতিনিধি পাকিস্তানের পূর্বতম প্রেসিডেন্ট পারভেজ মুশারফের মন্তব্যের উল্লেখ করেন। যেখানে মুশারফ বলেছিলেন. ওসামা বিন লাদেন এবং হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানের হিরো বলে উল্লেখ করেছিলেন তিনি।
অনন্যা আগরওয়াল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাকিস্তান ভারতের বদনাম করতে চায়। তিন দেশ ভাগের সময় থেকে বর্তমানে পাকিস্তানের পরিস্থিতি তুলে ধরেন। বলেন, দেশভাগের সময় পাকিস্তানে সংখ্যালঘু ছিল ২৩ শতাংশ আর বর্তমানে তা ৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। সেখানকার খ্রিস্টান, শিখ, আহমেদিয়া, হিন্দু, শিয়া, পাস্তুন, সিন্ধি এবং বালোচদের ওপর অত্যাচার করা হচ্ছে। তাদেরকে ধর্মান্ত করতে বাধ্য করছে। মহিলাদের ওপর সেখানে আক্রমণ নেমে এসেছে।
পাকিস্তানকে ভণ্ড বলেও উল্লেখ করেছেন ভারতের প্রতিনিধি।