For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধ ইফতার পার্টি! করোনা আবহে কেমন কাটতে চলেছে রমজান মাস?

বন্ধ ইফতার পার্টি! করোনা আবহে কেমন কাটতে চলেছে রমজান মাস?

  • |
Google Oneindia Bengali News

বড়ো কঠিন সময়ের মধ্যে দিয়েই চলছে গোটা বিশ্ব। করোনার জেরে কার্যত তালাবন্ধ গোটা দেশ। বন্ধ বিভিন্ন মন্দির-মসজিদ ধর্মীয় স্থান। অথচ আগামী ২৩শে এপ্রিল থেকেই শুরু হচ্ছে রমজান মাস। কিন্তু, সমসাময়িক অবস্থা বিবেচনা করে এবং সরকারি নির্দেশনার কথা মাথায় রেখেই রমজান শেষে ঘরে বসেই নামাজ পড়ার আবেদন জানায় দেশের মুসলিম সংগঠনগুলি। হবেনা একসাথে নামাজ পড়া, রমজান শেষে বন্ধ ইফতারের মজাও। তবে কেমন কাটবে রমজান মাস? জেনে নিন।

শুনশান রমজান

শুনশান রমজান

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের নবম মাসকে বলা হয় রমজান মাস। ক্রিসেন্ট চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২৩ শে এপ্রিল থেকে শুরু হচ্ছে এই রমজান মাস। এই মাসে মুসলমানরা অতি নিষ্ঠার সাথে ভোর থেকে সন্ধ্যা অবধি একটি উপোস তথা রোজা পালন করে। আর তারপরেই ইফতারের আনন্দে মেতে ওঠেন সকলে, চলে দেদার ভূরিভোজ। কিন্তু দেশজোড়া লকডাউনের জেরে এবার বন্ধ সমস্ত আয়োজন। জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা।

ঘরে বসেই নামাজ, রমজান মাসেও বজায় থাকবে সামাজিক দূরত্ব

ঘরে বসেই নামাজ, রমজান মাসেও বজায় থাকবে সামাজিক দূরত্ব

ইতিমধ্যেই দেশে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। নিজামউদ্দিন কে ঘিরে তর্কাতর্কির রেশ এখনো বহাল রয়েছে। এমতাবস্থাতেই আগামী ২৩ শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে রমজান মাস। কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় এবার নয়া সতর্কবার্তা জারি করল দারুণ উলুম, দেওবন্দ এবং দেশের অন্যান্য মুসলিম সংগঠনগুলি। লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া ফিরঙ্গী মহলের চেয়ারম্যান মাওলানা খালিদ রাশিদ মুসলমানদের যেকোনোরকম জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। কেবল ঘরে বসেই সারতে বলেছেন শেহরি ও ইফতার।

বিশ্বের সর্বত্রই রমজান ঘিরে একই চিত্র

বিশ্বের সর্বত্রই রমজান ঘিরে একই চিত্র

মিশর ইতিমধ্যেই ইফতারিসহ সকল রমজান কার্যক্রম নিষিদ্ধ করেছে । পাশাপাশি, মালয়েশিয়া, ব্রুনেই এবং সিঙ্গাপুরেও মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া রমজান বাজারগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও, পাকিস্তান সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে বলে শোনা যাচ্ছে।

প্রতীকী ছবি

English summary
How is the month of Ramadan going to be spent in corona crisis after the Iftar party suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X