For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমান থেকেই মেয়ে মরিয়মের টুইটারে ভিডিও পোস্ট, কী বার্তা দিলেন নওয়াজ শরিফ, দেখুন

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মরিয়ম শরীফের টুইটারে সমর্থকদের জন্য একটি ভিডিও বার্তা পোস্ট করে, পাকিস্তানের ভবিষ্যত পরিবর্তন করার জন্য তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Google Oneindia Bengali News

'আপনারা আমার পাশে দাঁড়ান। দেশের ভবিষ্যত পাল্টে দিন।' সমর্থকদের উদ্দেশ্য করে এই বার্তাই দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মেয়ে মরিয়মের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও-বার্তায় তিনি আরও বললেন, 'দেশ এখন এক গুরুত্বপূর্ণ বাঁকের মুখে দাঁড়িয়ে।' তবে 'অনির্দিষ্ট কারণ'-এ নওয়াজ ও মরিয়ম দুবাইতেই আটকে আছেন।

টুইটার ভিডিও-য় কী বার্তা দিলেন নওয়াজ শরিফ

লন্ডন থেকে দুবাই আসার পথে ওই ভিডিও বার্তা রেকর্ড করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ওই বার্তায় তিনি বলেন তাঁ পক্ষে যতদূর করা সম্ভব তিনি করেছেন। তাঁর ১৯ বছরের জেল হয়েছে এবং দেশে ফেরা মাত্র তাঁকে গ্রেফতার করা হবে তা জেনেও কেবল দেশের মানুষের স্বার্থেই তিনি পাকিস্তানে ফিরছেন বলে দাবি করেন নওয়াজ।

এর আগে লন্ডন ছাড়ার আগে এক সাক্ষাতকারে নিজেকে ও মরিয়মকে নির্দোষ বলেই দাবি করেন তিনি। বলেন, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও মামলাই নেই। কোনওদিন ছিলও না। তাঁর দাবি বিচার, বা সাজা ঘোষণার সবটাই সাজানো, পানামা মামলা শুরু হয়েছিল কেবলমাত্র নওয়াজকে পাকিস্তানের রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর জন্য। কারণ তিনি পাকিস্তানে একটি শক্তিশালী গনতন্ত্র স্থাপন করতে চেয়েছিলেন।

তাঁর আগমনকে ঘিরে লাহোরে টানটান উত্তেজনা রয়েছে। পিএমএল(এন) নেতা-কর্মীদের ধড়পাকড় নিয়ে নওয়াজ বলেন, এর থেকেই বোঝা যাচ্ছে তাঁর গ্রহণযোগ্যতাকেই সেনা ও আইন বিভাগ ভয় পাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় তাঁর ও মরিয়মের লাহোর বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু তাঁদের বিমানের সময় পিছিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিন বেশি রাতে বা আগামীকাল তাঁরা লাহোর পৌঁছাবেন। তবে যখনই আসুন, তাঁদের জেলে ঢোকাতে তৈরি আছে ১৬ সেনা সদস্যের দল ও ২ টি হেলিকপ্টার।

English summary
Ex-Pak Prime Minister Nawaz post a video message for his supporters in Maryam Sharif's twitter, calling them to stand by him to change the future of Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X