For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেফতারির খাঁড়া মাথায় নিয়েই স্বভূমে ফিরছেন পিতা ও কন্যা, লাহোর ফুটছে উত্তেজনায়

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম শরীফ আজ পাকিস্তানে ফিরছেন। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেপ্তার করা হতে পারে।

Google Oneindia Bengali News

শুক্রবার দেশে ফিরছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর কন্যা মরিয়ম শরিফ। গত সপ্তাহেই দুর্নীতি মামলায় নওয়াজের ১০ বছর ও মরিয়মের ৭ বছরের কারাবাসের সাজা হয়েছে। এদিন বিমানবন্দরে নামা-মাত্র তাঁদের গ্রেপ্তার করা হবে। এনিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে লাহোরে। বনধ ডেকেছে পিএমএল(এন)।

গ্রেপ্তারির খাঁড়া মাথায় নিয়েই স্বভূমে ফিরছেন পিতা ও কন্যা

এতদিন লন্ডনে অসুস্থ স্ত্রী কুলসুম নওয়াজের কাছেই ছিলেন নওয়াজ ও তাঁর মেয়ে। এদিন তাঁরা রওণা দিয়েছেন লন্ডন থেকে পাকিস্তানের পথে। আপাতত তাঁরা আবুধাবিতে আছেন। সেখান থেকে এতিহাদ এয়ারওয়েজের বিমানে সন্ধা ৬ টা নাগাদ লাহোরে পৌঁছবেন তাঁরা।

বিমানবন্দর থেকেই তাঁদের গ্রেপ্তার করে হেলিকপ্টারে নওয়াজ ও মরিয়মকে ইসলামাবাদে নিয়ে যাওয়া হতে পারে বলে পাক সেনা সূত্রে জানা গিয়েছে। সম্ভবত সেখানকার আদিয়ালা জেলে তাঁদের রাখা হবে। তবে নওয়াজ জামিন পাওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন।

এদিকে এই গ্রেপ্তারি নিয়ে উত্তেজনা রয়েছে লাহোরে। নওয়াজ এখনও পাকিস্তানে যথেষ্টই জনপ্রিয়। লাহোরে এদিন বনধ ডেকেছে নওয়াজের দল পিএমএল(এন)। তারা লাহোর বিমানবন্দর অবধি একটি বিশাল মিছিল করার পরিকল্পনা করেছে। তবে বৃহস্পতিবারই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০০ জন পিএমএল(এন) নেতাকে গ্রেপ্তার করেছে প্রশাসন। গোটা শহরে ১০ হাজারেরও বেশি আইনরক্ষক মোতায়েন করা হয়েছে।

পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল নওয়াজ ও তাঁর পরিবারের। সেই মামলাতেই কারাবাসের সাজা দেওয়া হয়েছে নওয়াজ ও তাঁর কন্যাকে। কিন্তু পাকিস্তানে অনেকেই বলছেন, এটা যতটা না দুর্নীতি-বিরোধী পদক্ষেপ, তার চেয়ে বেশি পাক সেনাবাহিনীর সেদেশের রাজমীতিকে কব্জা করার পদক্ষেপ।

নওয়াজের দলের সরকারই পাকিস্তানে প্রথম গনতান্ত্রিক সরকার হিসেবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করেছে। দিন দিন নওয়াজের জনপ্রিয়তা বাড়তে থাকায় সেনার কাছে তিনি বড় হুমকি হয়ে দেখা দিয়েছিলেন। সেই কারণেই প্রথমে প্রধানমন্ত্রিত্ব থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়, এবং এখন নির্বাচনের ঠিক আগে তাঁকে কারাগারে বন্দী করে ফেলা হচ্ছে। এমন মতের শরিক কিন্তু পাকিস্তানে কম নয়। সোশ্যাল মিডিয়ায় মরিয়ম অসুস্থ কুলসুমকে বিদায় জানানোর একটি ছবি পোস্ট করেছেন। তাতে কিন্তু অনেক পাকিস্তানিই সহানুভূতি প্রকাশ করেছে।

English summary
Ex-Pak Prime Minister Nawaz Sharif and his daughter Maryam Sharif are returning to pakistan Today. They are likely to be arrested as soon as they land.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X