For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বে ২০ লাখ ছাড়িয়ে গেল ! সুস্থতার শতাংশ কত, দেখুন পরিসংখ্যান

বিশ্বে ২০ লাখ ছাড়িয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা! সুস্থতার শতাংশ কত, দেখুন পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

গোটা মানবসভ্যতার সঙ্গে আপাতত করোনাভাইরাসের মতো এক অচেনা শত্রুর যুদ্ধ চলছে। এমন সময় মানুষের কাছে হাতিয়ার বলতে শুধুই সোশ্যাল ডিসটেন্সিং। এদিকে, অসহায় এমন পরিস্থিতিতে লাফিয়ে বাড়তে শুরু করেছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। বিশ্বের নিরিখে একনজরে দেখে নেওয়া যাক এই করোনা সংক্রান্ত পরিসংখ্যান।

করোনা আক্রান্ত ২০ লাখ

করোনা আক্রান্ত ২০ লাখ

করোনার জেরে বিশ্বে ২০০৪৯৯১ জন আক্রান্ত আপাতত। লাফিয়ে বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে গরমকাল এলেও তাতেও কিন্তু করোনার সংক্রমণ কমে যাওয়ার কোনও ইঙ্গিত মিলছে না।

 করোনার আক্রান্তদের নিয়ে তথ্য

করোনার আক্রান্তদের নিয়ে তথ্য

দেখা গিয়েছে, করোনায় আক্রান্তের সংখ্যার বিচারে ১৩৪০৭২৯ জন অল্পবিস্তর অসুস্থ । অন্যদিকে ৫১, ৫৯৬ জন গুরুতরভাবে করোনায় আক্রান্ত। শতাংশের বিচারে দেখা গেলে , বিশ্বের ৪ শতাংশ মানুষ করোনার জেরে গুরুতর আহত। অন্যদিকে, আক্রান্তদের ৯৬ শতাংশ মানুষ অল্পবিস্তর অসুস্থতার মধ্যে রয়েছেন।

 সুস্থতা বনাম মৃত্যু

সুস্থতা বনাম মৃত্যু

বিশ্বে আপাতত ৭৯ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন কোভিড ১৯ এর সঙ্গে প্রবল লড়াই শানিয়ে। এদিকে, মৃতের সংখ্যা ২১ শতাংশ। পরিসংখ্যান বলছে, ৪৮৫৮২৭ জন মানুষ করোনার প্রকোপ কাটিয়ে উঠে সুস্থ হয়েছেন। অন্যদিকে, ১২৬,৮৩৯ জন মানুষের করোনার প্রবল দংশনে মৃত্যু হয়েছে।

আমেরিকার পরিস্থিতি

আমেরিকার পরিস্থিতি

আপাতত বিশ্বরে সবচেয়ে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬১৪,২৪৬ জন অসুস্থ করোনার জেরে। অন্যদিকে, নতুন করে সেদেশে ৩৬০ জনের দেহে মিলেছে করোনার হানার চিহ্ন। ২৬,০৬৪ জনের মৃত্যুর খবর এসেছে আমেরিকা থেকে। এঁদের মধ্যে বেশ কয়েকজন প্রবাসী ভারতীয় রয়েছেন বলে খবর। এদিকে, মার্কিন মুলুকের নিউ ইয়র্ক যেন করোনার আঁতুরঘরে রূপান্তরিত হয়েছে।

বাকি দেশে কী পরিস্থিতি?

বাকি দেশে কী পরিস্থিতি?

করোনার জেরে, স্পেনে ১৭৪০৬০ জন আক্রান্ত হয়েছেন । সেখানে মৃত্যু হয়েছে ১৮, ২৫৫ জনের। সুস্থ হয়েছেন ৬৭ হাজারের উপর মানুষ। এরপরেই রয়েছে ইতালি। সেদেশে ১৬২,৪৮৮ জন আক্রান্ত করোনায়। মৃতের সংখ্যা ২১, ০৬৭ জন।

ভারতে করোনা সংক্রমণে মৃতদের ৬০ শতাংশই এই চারটি শহরের বাসিন্দাভারতে করোনা সংক্রমণে মৃতদের ৬০ শতাংশই এই চারটি শহরের বাসিন্দা

English summary
Covid tracker, Coronavirus cases reached to 2 million mark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X