For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যাকারদের বুড়োআঙুল দেখিয়ে এবার লুকিয়ে রাখুন আপনার আধার কার্ডের তথ্য!

এবার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যাবলীকে হ্যাকারদের হাতে পৌঁছনো থেকে আটকাতে পারেন আপনি নিজেই। লুকিয়ে ফেলুন আপনার আধার বায়োমেট্রিক তথ্য। মানে যখন আধারের তথ্য ব্যবহার করছেন না তখন 'লক' করে দিন।

Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ২০ মার্চ : এবার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যাবলীকে হ্যাকারদের হাতে পৌঁছনো থেকে আটকাতে পারেন আপনি নিজেই। লুকিয়ে ফেলুন আপনার আধার বায়োমেট্রিক তথ্য। মানে যখন আধারের তথ্য ব্যবহার করছেন না তখন 'লক' করে দিন। শুধু ব্যবহারের আগে 'আনলক' করে নিন।[(ছবি) বাজারে এল প্রথম আধার পে অ্যাপ : এই ১০টি বিষয় আপনার অবশ্যই জানা উচিৎ!]

আসলে আধার কার্ডের তথ্য ব্যবহার করে ডিজিটাল লেনদেনের সংখ্যা বাড়তেই এই গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা তার অপব্যবহারের অভিযোগও বেড়ে চলেছে। আর সেই কারণেই আপনার আধার বায়োমেট্রিক তথ্যকে আরও সুরক্ষিত করতে নতুন ফিচার এনেছে UIDAI। এই ফিচারের সাহায্যে আধারের বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ এবং রেটিনার স্ক্যান ডেটা)'লক' করে রাখতে পারবেন যাতে তা গোপন রাখা যায়। তবে কোথাও আপনি এই তথ্য ব্যবহার করতে চাইলে আপনাকে শুধু তা 'আনলক' করতে হবে।[বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করা হল মহিলাদের]

হ্যাকারদের বুড়োআঙুল দেখিয়ে এবার লুকিয়ে রাখুন আপনার আধার কার্ডের তথ্য!

মূলত আধার সাধারণ মানুষের গোপনীয়তার অধিকার খর্ব করছে বলে যে অভিযোগ উঠতে শুরু করেছিল তার প্রতিহত করতেই এই নতুন 'লক-আনলক' ফিচার এনেছে UIDAI।[আধার কার্ড নেই? তাহলে এই ৭ কাজ আপনি করবেন কী করে?]

সাধারণ মানুষের বায়োমেট্রিক তথ্য একাধিক সরকারি প্রকল্পের জন্য সংগ্রহ করা হয়ে থাকে। অনেক সময় নিরাপত্তার দিক না যাচাই করেই তা করা হয়ে থাকে। ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, মোবাইল ফোন অপারেটররা এই তথ্য নাড়াঘাটা করতে পারে। UIDAI আধিকারিকের সতর্কবার্তা এই তথ্য হ্যাকও করা যেতে পারে সহজে। যতবার আপনি দোকানে যাচ্ছেন এবং নিজের আঙুলের ছাপ POS মেশিনে দিয়ে আপনার বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন ততবার তা হ্যাক হতে পারে। আঙুলের ছাপও চুরি করা যেতে পারে।[আঙুলের ছাপেই হবে টাকা লেনদেন, 'আধার পে' অ্যাপ জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র]

তবে এই নতুন ফিচার একেবারে ঐচ্ছিক। যদি কেউ চান নিজের আধার বায়োমেট্রিক তথ্য লক করতে তিনি করতে পারেন, না চাইলে তা বাধ্যতামূলক নয়। এই তথ্য যতদিন চাইবেন ততদিন বন্ধ করে রাখা সম্ভব। এমনকী ব্যাঙ্কও তার খোঁজ পাবে না। এর ফলে যাচাই অসমাপ্ত থাকায় ব্যাঙ্কের লেনদেনের কাজ আটকে যেতে পারে। UIDAI খুব শীঘ্রই মোবাইল অ্যাপ্লিকেশনে এই লক-আনলক ফিচার আনার পরিকল্পনা করছে।

English summary
You can now lock your Aadhaar data to keep it safe from hackers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X