For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ যোগী আদিত্যনাথের

দ্বিতীয়বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ যোগী আদিত্যনাথের

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। ২০২৪-র লোকসভা ভোটের আগে বড় চ্যালেঞ্জ জিতেছে বিজেপি। তাই এলাহি আয়োজনে যোগীর দ্বিতীয়বারের শপথ গ্রহন অনুষ্ঠান করেল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিং বিজেপির প্রথম সারির সব নেতারাই উপস্থিত ছিলেন যোগীর শপথ গ্রহন অনুষ্ঠানে। সুদূর কর্নাটক থেকে উড়ে এসেছিলেন বাসবরাজ বোম্বাইও।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী যোগী

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী যোগী

দ্বিতীয়বার উত্তর প্রদেশের ক্ষমতায় এলেন যোগী আদিত্যনাথ। িবপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন বিজেপির বিকল্প এখনও তৈরি হয়নি সেখানে। ২০২৪-র আগে উত্তর প্রদেশের জয় প্রেস্টিজ ফাইট ছিল বিজেপির কাছে। তা এক প্রকার ডিস্টিংশন নিয়েই পাশ করেছেন যোগী আদিত্যনাথ। তাই সেই সাফল্যে জাহির করতেই এলাহি আয়োজন করেছিল যোগী আদিত্যনাথ। লখনউয়ের অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে এলাহি আয়োদনের মধ্যে দিয়ে দ্বিতীয়বার রাজ্যের দায়িত্ব হাতে নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কারা ছিলেন অতিথি

কারা ছিলেন অতিথি

যোগীর শপথ গ্রহন অনুষ্ঠানে এলাহি আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষের সমাগম হবে সেটা ভেবে চিন্তেই বড় ক্রিকেট স্টেডিয়ামে শপথ বাক্য পাঠ করেন যোগী। আমন্ত্রিতের তালিকা ছিল দীর্ঘ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো ছিলেনই। এছাড়াও ছিলেন হিমাচল প্রজেশের মুখ্যমন্ত্রী, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইও। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। উত্তপ প্রদেশের বিজেপির বিপুল ভোটে জয় ২০২৪-র আগে বিজেপি কর্মীদের কাছে টনিকের কাজ করবে। নতুন উন্মাদনায় ময়দানে নামবে তাঁরা।

তারকা সমাবেশে শপথ

তারকা সমাবেশে শপথ

তারকা সমাবেশে শপথ গ্রহন করেছেন যোগী। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকেও আমন্ত্রণ জানিয়েছেলিনে তিনি। এমনকি কাশ্মীর ফাইলসের অভিনেতা অভিনেত্রীদেরও মঞ্চে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যোগী আদিত্যনাথ। শপথ গ্রহনের আগের দিন রাতে যোগী ফোন করেছিলেন অখিলেশ যাদব এবং মায়াবতীকেও। তাঁদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। তবে অখিলেশ বা মায়াবতী কেউ উপস্থিত িছলেন না যোগীর শপথ গ্রহনের অনুষ্ঠানে।

দুই উপমুখ্যমন্ত্রীর শপথ

দুই উপমুখ্যমন্ত্রীর শপথ

যোগীর শপথ গ্রহনের পরেই উত্তর প্রদেশের নতুন মন্ত্রিসভার দুই উপমুখ্যমন্ত্রীও শপথ নেন। কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক দুজনেই উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন যোগীর সঙ্গে। মন্ত্রিসভার তালিকা মোদী এবং শাহের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে। ২০২৪-র লোকসভা ভোটের কথা মাথায় রেখেই মন্ত্রিসভা সাজানো হয়েছে উত্তর প্রদেশে। তালিকায় একাধিক নতুন মুখ রয়েছে এবার। নতুন মুখ নিয়েই এবার মন্ত্রিসভা সাজাতে চলেছেন যোগী আদিত্যনাথ।

English summary
Yogi Adityanath takes oath second time as a CM of Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X