For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মীয় স্থানে অশান্তি পাকানোয় ওস্তাদ বামেরা, নির্বাচনী প্রচারে শবরীমালা ইস্যুতে খোঁচা মোদীর

ধর্মীয় স্থানে অশান্তি পাকানোয় ওস্তাদ বামেরা, নির্বাচনী প্রচারে শবরীমালা ইস্যুতে খোঁচা মোদীর

  • |
Google Oneindia Bengali News

বছর দুয়েক আগেই কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে উত্তাল হয় গোটা দেশ। শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে ১০ থেকে ৫০ বছর বয়সি ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে সুপ্রিম কোর্টেও। এবার কেরলের ভোট প্রচারে গিয়ে সেই পুরনো বিতর্কই উষ্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোট প্রচারেও শবরীমালা খোঁচা মোদীর

ভোট প্রচারেও শবরীমালা খোঁচা মোদীর

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বরের রায়ে শবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পুনর্বিবেচনার জন্য ৬৫টি রিভিউ পিটিশন দাখিল করা হয় শীর্ষ আদালতে৷ নিয়েও তীব্র বিতর্ক হয় গোটা দেশে। এদিকে মন্দিরে সকলের বয়সের মহিলাদের প্রবেশাধিকারের পক্ষেই সুর থেকেই সওয়াল করে আসছিল কেরলের বাম সরকার। এবার সেই ইস্যুতেই খোঁচা দিলেন মোদী।

ধর্মীয় স্থানে বরাবরই অশান্তি, অস্থিরতা তৈরির চেষ্টা করেছে বামেরা

ধর্মীয় স্থানে বরাবরই অশান্তি, অস্থিরতা তৈরির চেষ্টা করেছে বামেরা

মোদীর কথায় বামেরা সর্বদাই ধর্মীয় স্থানে অশান্তি, অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। কেরলের ক্ষেত্রেও আমরা একই ঘটনার সাক্ষী থেকেছি। কিন্তু দেশের যেকোনও প্রান্তে যখনই কেউ ভারতীয় সংস্কৃতির উপর হাত দিতে এসেছে তখনই রুখে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। এদিন শুক্রবার কেরলের পাঠানমথিত্তার কোন্নিতে রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়ামে এনডিএ জোটের ভোট প্রচারের জন্য আয়োজিত বিজয় র‌্যালিতে এসে এইকথা বলতে শোনা যায় মোদীকে।

কেরলের বাম সরকারকে তীব্র আক্রমণ মোদীর

কেরলের বাম সরকারকে তীব্র আক্রমণ মোদীর

এদিন পিনরাই বিজয়নের সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে মোদী আরও বলেন, " শুরুতে ওরা শবরীমালার রীতি রেওয়াজকে পশ্চাদপদতা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পরবর্তীতে তাদের দলের ক্যাডার পাঠিয়ে মন্দিরে চত্বরে অশান্তি পাকানোর চেষ্টা করেছে।" অন্যদিকে এদিন ডাঃ বি আর আম্বেদরের কথা টেনেও বামপন্থী আদর্শের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বামপন্থীদের ছুঁড়ে ফেলেছে গোটা বিশ্ব

বামপন্থীদের ছুঁড়ে ফেলেছে গোটা বিশ্ব

মোদীর কথায়, গোটা বিশ্ব যে আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই আদর্শকে ঢাল করেই ভারতীয় সংস্কৃতিকে বরাবর ছোট করেছে, অপমান করেছে বামপন্থীরা। কিন্তু এই কাজ আর বেশিদিন চলবে না। এই প্রসঙ্গে বলতে গিয়েই মোদী আরও যোগ করেন, " ঠিক এই কারণেই আম্বেদকর বলতেন বামপন্থা আসলে দাবানলের মতো। তার রাস্তায় যেই আসবে তাই গ্রাস করে নেয় এই দাবানলের লেনিহান শিখা।"

বাম-কংগ্রেসের দ্বিচারিতা, রাহুল গান্ধীর রাজনৈতিক পর্যটন! একের পর এক ইস্যুতে বিস্ফোরক নাড্ডাবাম-কংগ্রেসের দ্বিচারিতা, রাহুল গান্ধীর রাজনৈতিক পর্যটন! একের পর এক ইস্যুতে বিস্ফোরক নাড্ডা

English summary
whole world has thrown leftists! Modi slams Kerala government over Sabarimala issue in election campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X