For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী-অধ্যক্ষ, উপ-রাষ্ট্রপতি প্রার্থী উত্তরের! কেন্দ্রকে নিশানায় 'দক্ষিণ তাস' মার্গারেট আলভার

প্রধানমন্ত্রী-অধ্যক্ষ, উপ-রাষ্ট্রপতি প্রার্থী উত্তরের! কেন্দ্রকে নিশানায় 'দক্ষিণ তাস' মার্গারেট আলভার

Google Oneindia Bengali News

মার্গারেট আলভা ( Margaret alva) । দক্ষিণের কর্নাটক (karnatala) থেকে জাতীয় রাজনীতিতে। কিন্তু সরকারের সর্বোচ্চ স্তরে কোথাও যেন দক্ষিণকেই অবজ্ঞা করা হচ্ছে। কার্যত এমনটাই অভিযোগ তাঁর। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ স্তরে দক্ষিণের কোনও প্রতিনিধি নেই। এব্যাপারে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করেছেন।

 কেন দক্ষিণকে উপেক্ষা

কেন দক্ষিণকে উপেক্ষা

মার্গারেট আলভা জানিয়েছেন, তাঁকে বিরোধীদের তরফে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করতে অনুরোধ করা হয়েছিল। তিনি নির্দ্বিধায় হ্যাঁ বলেন। তিনি দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারবেন, মনে করেছিলেন বিরোধীরা। এব্যাপারে মার্গারেট আলভা বলেন, দেশের সর্বোচ্চ স্তরে বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব রয়েছে। বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রয়েছেন উত্তর থেকে, লোকসভার অধ্যক্ষও উত্তর থেকে। এবারের এনডিএ-র উপ রাষ্ট্রপতি প্রার্থীও রয়েছেন উত্তর থেকে। কোনও জায়গাতেই
দক্ষিণের কেউ নেই। এক সর্বভারতী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বিরোধীদের উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভার প্রশ্ন, কেন দক্ষিণকে উপেক্ষা করা হচ্ছে।

বেঙ্কাইয়া নাইডুকে কেন ফের মনোনয়ন দেওয়া হল না

বেঙ্কাইয়া নাইডুকে কেন ফের মনোনয়ন দেওয়া হল না

এপ্রসঙ্গে মার্গারেট আলভা প্রশ্ন করেন, কেন বেঙ্কাইয়া নাইডুকে আরও একটি মেয়াদের জন্য উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হল না। তাঁকে তো দ্বিতীয় মেয়াদ দেওয়া যেতে পারতো। আলভা বলেন, বেঙ্কাইয়া এমন একজন ব্যক্তি, যিনি দলের অনুগত এবং দক্ষিণেও সম্মানিত। তিনি প্রশ্ন করেছেন, পুরো ব্যবস্থায় দক্ষিণ কোথায়, কে দক্ষিণের প্রতিনিধিত্ব করছে, সেই প্রশ্নও করেছেন তিনি।

দেশের জন্য দক্ষিণের অবদান

দেশের জন্য দক্ষিণের অবদান

দেশের জন্য দক্ষিণের রাজ্যগুলির অবদান প্রসঙ্গে মার্গারেট আলভা বলেন, রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করতে দক্ষিণের অনেক অবদান রয়েছে। দক্ষিণের রাজ্যগুলি দেশের জনসংখ্যা কমিয়ে আনতে সাহায্য করেছে। দিল্লিতেও অবদান রয়েছে দক্ষিণের রাজ্যগুলির। বর্তমান পরিস্থিতি সবকটি দক্ষিণের রাজ্যের পক্ষে উদ্বেগের বলে মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে দক্ষিণের রাজ্যগুলির সাংসদদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, এখানে গোপন ব্যালটে নির্বাচন। যার জন্য কোনও দল কোনও নির্দেশ জারি করতে পারে না। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিবেকের ডাকে ভোটের কথা বলেছেন তিনি।

 রাষ্ট্রপতি আদিবাসী হলেও, আদিবাসীদের কী উপকার?

রাষ্ট্রপতি আদিবাসী হলেও, আদিবাসীদের কী উপকার?

মার্গারেট আলভা বলেছেন, দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। তিনি আদিবাসী। তাঁর জন্য সবাই গর্বিত। তবে আদিবাসীদের আন্দোলন, তাঁদের জমির অধিকারের জন্য লড়াইয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আলভা বলেছেন, আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের হাজতে পাঠানো হচ্ছে।

পার্থর দাবির উল্টো প্রমাণ ইডির হাতে! গ্রেফতারের আগে অর্পিতার জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক তৃণমূল নেতার পার্থর দাবির উল্টো প্রমাণ ইডির হাতে! গ্রেফতারের আগে অর্পিতার জন্য দুটি বিলাসবহুল গাড়ি বুক তৃণমূল নেতার

English summary
Where is South's representations on highest level of Govt in President, vice president, pm, speaker, questions Margaret Alva
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X