For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ড বিধানসভায় হার বিজেপির রাজ্যসভার সদস্যপদের উপর কী প্রভাব ফেলবে?

যেকোনও বিল পাশ করাতে লোকসভার পাশাপাশি রাজ্যসভার গুরুত্ব সমান। লোকসভায় শরিক সহ ৩৫০-র কাছাকাছি আসন। সেখানে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটা উপরে।

Google Oneindia Bengali News

যেকোনও বিল পাশ করাতে লোকসভার পাশাপাশি রাজ্যসভার গুরুত্ব সমান। লোকসভায় শরিক সহ ৩৫০-র কাছাকাছি আসন রয়েছে শাসক দলের। সেখানে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটা উপরে। তবে এই ক্ষেত্রে রাজ্যসভায় বিজেপির সংখ্যা স্বস্তিদায়ক না। প্রতিবারই গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এনডিএ-র বাইরের দলের দ্বারস্থ হতে হয় তাদের।

রাজ্যসভায় বিজেপির কী অবস্থা?

রাজ্যসভায় বিজেপির কী অবস্থা?

ঝাড়খণ্ড হাতছাড়া হওয়াতে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ল বিজেপির জন্য। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পরিস্থিতি এমনই যে, পরবর্তী লোকসভা নির্বাচনের আগে ঝাড়খণ্ড থেকে বিজেপির কোনও সদস্যই থাকবে না। রাজ্যসভা থেকে মোট ৬টি আসন রয়েছে রাজ্যসভায়। বর্তমানে ঝাড়খণ্ড থেকে বিজেপির ৩ জন সদস্য রয়েছে রাজ্যসভায়। কংগ্রেস ও আরজেডির একজন রাজ্যসভায় আছেন এই রাজ্য থেকে। অপর আসনটির সদস্য শিল্পপতি পরিমল নাথওয়ানি।

কী বলছে রাজনৈতিক সমীকরণ

কী বলছে রাজনৈতিক সমীকরণ

তবে গণিত বলছে বাবুলাল মারান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা প্রজাতান্ত্রিক যদি বিজেপিকে সমর্থন করে তবে সেই ক্ষেত্রে রাজ্যসভায় ঝাড়খণ্ড থেকে নির্বাচিত বিজেপির সদস্যদের মেয়াদ বৃদ্ধি হবে। দুটি করে আসনের জন্য ঝাড়খণ্ডে ২০২০, ২০২২ ও ২০২৪-এ নির্বাচন হবে।

নির্বাচনে হেরেও রাজ্যসভায় আসন বেঁচে যেতে পারে

নির্বাচনে হেরেও রাজ্যসভায় আসন বেঁচে যেতে পারে

রাজ্যসভা নির্বাচনে বিধায়কদের ভোটের উপর নির্ভর করে। ঝাডখণ্ডে রয়েছে মোট ৮১টি আসন। প্রতিটি রাজ্যসভা সদস্যপদের জন্য ২৮টি বিধায়কের সমর্ন লাগে। বিজেপির বর্তমানে ২৫ জন বিধায়ক। তাই রাজ্যসভায় বিজেপির সদস্যপদ বাঁচিয়ে রাখতে জেভিএমপি-র বা আজসুর সমর্থন লাগবেই বিজেপির।

'শিক্ষাকে বন্দি করা হচ্ছে',যাদবপুর নিয়ে ক্ষোভ উজাড় করলেন রাজ্যপাল'শিক্ষাকে বন্দি করা হচ্ছে',যাদবপুর নিয়ে ক্ষোভ উজাড় করলেন রাজ্যপাল

English summary
what effect will jharkhand loss have on bjp's rajyasabha numbers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X