For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে স্বচ্ছ্ব রাখতে না পারলে 'বন্দে মাতরম' মুখে আনবেন না, সাফ জানালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে সমস্ত নাগরিক দেশকে পরিচ্ছন্ন, স্বচ্ছ্ব রাখতে সাহায্য করেন একমাত্র তাদেরই সবার আগে বন্দে মাতরম বলা সাজে।

  • |
Google Oneindia Bengali News

মুখে বন্দে মাতরম বললেই দেশভক্ত বলে নিজেকে দাবি করা যায় না। যুবনায়ক স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে নয়াদিল্লিতে ছাত্রদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যে সমস্ত নাগরিক দেশকে পরিচ্ছন্ন, স্বচ্ছ্ব রাখতে সাহায্য করেন একমাত্র তাদেরই সবার আগে বন্দে মাতরম বলা সাজে।

"দেশকে স্বচ্ছ্ব রাখতে না পারলে 'বন্দে মাতরম' মুখে আনবেন না"

১৮৯৩ সালে বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন স্বামীজি। যে বক্তৃতা সারা পৃথিবী বিখ্যাত। সেই ঐতিহাসিক সভারই ১২৫ বছর পূর্তি হল এদিন। সেই উপলক্ষ্যেই নরেন্দ্র মোদী ফের একবার স্বচ্ছ্বতা অভিযানের প্রসঙ্গ সামনে আনলেন।

মোদী যখন সভায় আসেন তখন সভাকক্ষ বন্দে মাতরম ধ্বনিতে ভরে ওঠে। যা শুনে তিনি বলেন, বন্দে মাতরম বলা আমাদের সাজে কিনা তা ভেবে দেখতে হবে। পান খেয়ে ভারত মাতার উপরে পিচকারি ছিটিয়ে বন্দে মাতরম বলার অধিকার কি আমাদের আদৌও রয়েছে? যারা দিনরাত এক করে দেশের সেবা করছেন, একমাত্র তাদেরই বন্দে মাতরম বলার অধিকার রয়েছে সবার প্রথমে।

এদিন ঘটনাচক্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনারও বর্ষপূর্তি ছিল। ২০০১ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা ৯/১১ হিসাবে পরিচিত। যা নিয়ে মোদী বলেন, এই একই দিনে স্বামীজি শিকাগোয় বক্তৃতা দেন। ভারত থেকে গিয়ে বিশ্বের মঞ্চে ভারতবর্ষের নাম তুলে ধরেন। সামাজিক বৈষম্যকে দূরে সরিয়ে রেখে সৌভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপন করার কথা বলেন স্বামীজি যা আজও প্রেরণা হয়ে রয়েছে।

English summary
Those who can't keep India clean have no right to chant Vande Mataram, says PM Narendra Modi on 125th anniversary of Swami Vivekananda's Chicago address event
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X