For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামাজিক দুরত্ব বজায় রাখতে গাছের ওপর অস্থায়ী বাসস্থান তৈরি করে থাকছেন এই আইনজীবী

সামাজিক দুরত্ব বজায় রাখতে গাছের ওপর অস্থায়ী বাসস্থান তৈরি করে থাকছেন এই আইনজীবী

Google Oneindia Bengali News

মহামারি করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার বর্তমানে কোনও প্রতিষেধক বের হয়নি। এই মারণ রোগের সঙ্গে লড়াই করার জন্য সামাজিক দুরত্ব একমাত্র হাতিয়ার। সামাজিক দুরত্বের অভ্যাস করার জন্য উত্তরপ্রদেশের এক আইনজীবী নিজেকে সংক্রমণ থেকে বাঁচাতে এক গ্রাম্য চিন্তার বাস্তবায়ন করলেন।

সামাজিক দুরত্ব বজায় রাখতে গাছের ওপর অস্থায়ী বাসা

সামাজিক দুরত্ব বজায় রাখতে গাছের ওপর অস্থায়ী বাসা

এ রাজ্যের হাপুর সংলগ্ন আসাউরা গ্রামের বাসিন্দা মুকুল ত্যাগী, পেশায় আইনজীবী। তিনি নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন রাখতে গাছের ওপর অস্থায়ী ট্রি হাউস তৈরি করেছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে যে ত্যাগী মই বেয়ে গায়ের ওপর চড়ছেন, অন্য এক ছবিতে দেখা যাচ্ছে ওই আইনজীবী গাছের ওপর তৈরি হওয়া মাচানে শুয়ে শ্রীমত ভগবত গীতা পড়ছেন। ত্যাগী বলেন, ‘‌চিকিৎসকরাও জানিয়েছেন যে সামাজিক দুরত্বই এই মহামারি থেকে বাঁচার একমাত্র উপায়, এ কারণে আমি নির্জনে জীবন কাটাব বলে মন স্থির করেছি। আমি এটি উপভোগ করছি।'‌

প্রশংসা নেটিজেনদের

প্রশংসা নেটিজেনদের

ত্যাগীর এই ভাবনার প্রশংসা করেছেন নেটিজেনরা অনেকেই তাঁর এই মনোভাবকে সাধুবাদ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

গাড়িতে অস্থায়ী বাড়ি তৈরি করেন এই চিকিৎসক

গাড়িতে অস্থায়ী বাড়ি তৈরি করেন এই চিকিৎসক

এ সপ্তাহেই মধ্যপ্রদেশের এক চিকিৎসকের ছবিও ভাইরাল হয়। যিনি করোনা আক্রান্তদের সেবা করেন এবং তিনি বাড়িতে না ফিরে নিজের গাড়ীকেই অস্থায়ী বাড়ি বানিয়ে ফেলেছেন যেখানে তিনি থাকছেন এবং পরিবারকে সুরক্ষিত রাখছেন। ভোপালের জেপি হাসপাতালের চিকিৎসক ডাঃ শচিন নায়ক গাড়িতে বই পড়ছেন এবং তাঁর আশেপাশে প্রয়োজনীয় জিনিস ছড়িয়ে রয়েছে, এমন ছবি ভাইরাল হয়।

English summary
Mukul Tyagi, an advocate from Asaura village near Hapur in Uttar Pradesh, has built a makeshift treehouse so that he can isolate himself.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X