
আচমকাই মাত্রাছাড়া দূষণ! অষ্টম শ্রেণী পর্যন্ত অনলাইনে ক্লাস, নির্দেশ নয়ডা প্রশাসনের
দিওয়ালির পর থেকেই দিল্লি-নয়ডার বাতাসের গুণগত মান নীচের দিকে নামতে থাকে আর এই দৃশ্য নতুন নয়। বছরের পর বছর ধরে এই একই ঘটনা হয়ে চলেছে। বাতাসের গুণগত মান 'গুরুতর' বিভাগে নেমে আসার জন্য নয়ডা ও গ্রেটার নয়ডার স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলার কালেক্টরের নির্দেশ অনুযায়ী, নয়ডার সব বোর্ডের স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস চালানো হবে অনলাইড় পদ্ধতিতে এবং সেটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে। নির্দেশে এও বলা হয়েছে, 'যদি সম্ভব হয় তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাসও অনলাইনে নেওয়া হোক যতক্ষণ না পরবর্তী আদেশ আসছে এবং সব স্কুলের বহিরাগত কার্যকলাপের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। প্রধান শিক্ষক-শিক্ষিকারা যেন এই নির্দেশ অনুসরণ করে চলেন।'
আসলে দিল্লি ও নয়ডাতে মাত্রাছাড়া দূষণের কারণে অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতবার সকালেই নয়ডার বাতাসের গুণগত মান গুরুতর বিভাগে নেমে আসে। দিল্লি এবং তার আশেপাশের এলাকায় আকাশে জমে রয়েছে ধোঁয়াশার পুরু স্তর। নয়ডার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা বায়ুর গুণমান সূচক এখন ৪৬৯-এ নেমে এসেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড অনুযায়ী, নয়ডা ও গ্রেডার নয়ডার বাতাসের গুণমান সূচক খুবই দুর্বল ও গুরুতর বিভাগে নেমে আসে ৩ নভেম্বর। গাড়ির ধোঁয়া ও প্রতিবেশী রাজ্যে ফসল পোড়ানোর কারণে দিল্লির বাতাসে দূষণের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে রাজধানীর প্রতিকূল আবহাওয়া। যদিও এ বছর দিওয়ালির পর দিল্লির পরিস্থিতি ততটাও খারাপ হয়নি তবে বৃহস্পতিবার গোটা অবস্থাটি বদলে যায়।
টেট পরীক্ষা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়