For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী তিনদিনের মধ্যে রাজ্য ৭ লক্ষ অতিরিক্ত কোভিড ভ্যাকসিন ডোজ পাবে, জানিয়েছে কেন্দ্র

রাজ্য ৭ লক্ষ অতিরিক্ত কোভিড ভ্যাকসিন ডোজ পাবে

Google Oneindia Bengali News

ভ্যাকসিন ঘাটতি নিয়ে প্রচুর অভিযোগ ওঠার পর অবশেষে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ৯০ লক্ষের বেশি কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ এখনও মজুত রয়েছে এবং আরও ৭ লক্ষ অতিরিক্ত ডোজ আগামী তিনদিনের মধ্যে তারা পেয়ে যাবে।

আগামী তিনদিনের মধ্যে রাজ্য ৭ লক্ষ অতিরিক্ত কোভিড ভ্যাকসিন ডোজ পাবে, জানিয়েছে কেন্দ্র

প্রসঙ্গত, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কেন্দ্র এখনও পর্যন্ত ১৮ কোটির বেশি (‌১৮,০০,০৩,১৬০)‌ ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে। এর মধ্যে অপচয় সহ মোট খরচ ১৭,০৯,৭১,৪২৯ ডোজের। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, '‌রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণের জন্য এখনও ৯০ লক্ষের বেশি (‌৯০,৩১,৬৯১)‌ ভ্যাকসিন ডোজ উপলব্ধ। নেতিবাচক ভারসাম্য সহ রাজ্যগুলি সশস্ত্র বাহিনীকে যে ভ্যাকসিন সরবরাহ করেছে তা তারা তাদের বরাদ্দে ধরতে চাইছে না এবং তাই তারা ভ্যাকসিনের বেশি (‌অপচয় সহ)‌ ব্যবহার দেখিয়েছে।’ মন্ত্রকের পক্ষ থেকে এও বলা হয়েছে যে পরবর্তী তিনদিনের মধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি ৭,২৯,৬১০ লক্ষ অতিরিক্ত ভ্যাকসিন ডোজ পাবে।

মন্ত্রক জানায় যে ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন সরবরাহ করে দেশব্যাপী টিকা দেওয়ার প্রচারকে সমর্থন করে আসছে। বৃহৎ ও তরান্বিত তৃতীয় পর্যায়ের কোভিড–১৯ টিকাকরণের কৌশল বাস্তবায়িত হয়েছে ১ মে। এই কৌশলে এটা স্পষ্ট যে প্রত্যেক মাসে মাত্র ৫০ শতাংশ কেন্দ্রীয় ড্রাগ ল্যাবরেটরির (সিডিএল) ছাড়পত্রে যে কোনও প্রস্তুতকারকের ভ্যাকসিন ডোজ সংগ্রহ করা হবে।

‌খালি বেড রয়েছে পড়ে, কেন করোনা পরিস্থিতিতেও পাটনার বড় সরকারি হাসপাতালে যেতে নারাজ রোগীরা‌খালি বেড রয়েছে পড়ে, কেন করোনা পরিস্থিতিতেও পাটনার বড় সরকারি হাসপাতালে যেতে নারাজ রোগীরা

অন্যদিকে সোমবার সকালে এয়ার এশিয়ার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় সাড়ে সাত লক্ষ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। এর আগে রবিবারও এসেছিল আরও এক লক্ষ ভ্যাকসিন। সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া বরাত অনুযায়ী এই ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসেছে পৌঁছেছে। ‌

English summary
Despite having 90 lakh vaccine doses, states will get an additional 7 lakh vaccine doses in the next three days,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X