For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেলফি তোলা শিখে এখন অবসর সময় কাটাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

জীবনে অনেক কিছু শিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। ৮১ বছর বয়সে এবার শিখলেন সেলফি তোলাও। বৃহস্পতিবার স্কুল ছাত্র হামজা সাইফি সঙ্গে তোলা এই সেলফিতে 'লাইক' করেছেন ৪৬০০ জন।

  • |
Google Oneindia Bengali News

জীবনে অনেক কিছু শিখেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়। ৮১ বছর বয়সে এবার শিখলেন সেলফি তোলাও। বৃহস্পতিবার স্কুল ছাত্র হামজা সাইফি সঙ্গে তোলা এই সেলফিতে 'লাইক' করেছেন ৪৬০০ জন।

সেলফি তোলা শিখে এখন অবসর সময় কাটাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়

সবাই চান জীবনের সেরা মুহূর্তগুলিকে সেলফি বন্দি করতে। প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাওয়া ছবিটিও তাই সেলফি বন্দি। প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, শিশুদের সঙ্গে সাক্ষাৎ করাটা তাঁর কাছে সবসময়ই আনন্দের। তরুণ অতিথি হামজা সাইফি তাঁকে শিখিয়েছে, কী ভাবে সেলফি তুলতে হয়'।

রাষ্ট্রপতি থাকাকালীন 'প্রণব মুখার্জি' নামে তাঁর ট্য়ুইটার অ্যাকাউন্টটি ছিল। আর এখনকার অ্যাকাউন্টটি হল 'সিটিজেন মুখার্জি' নামে। সেই অ্যাকাউন্টেই তিনি এই ছবিটি পোস্ট করেছেন। বৃহস্পতিবার পোস্ট করা ছবিটিতে ইতিমধ্যেই 'লাইক' করেছেন ৪৬০০ জন।

ছবিটি থেকে বলা যেতে পারে এখন সেলফি জ্বরে আক্রান্ত প্রণব মুখোপাধ্য়ায়ও। অবসর সময়ে এখন সোশ্যাল মিডিয়াতেও সময় দিচ্ছেন তিনি।

English summary
Ex president Pranab Mukherjee learns how to take selfi from a young visitor. He told it is always a pleasure to meet children.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X