For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া ইউক্রেনের যুদ্ধে মাথায় হাত সোনা ব্যবসায়ীদের, সর্বকালীন রেকর্ড ভাঙতে চলেছে হলুদ ধাতু

রাশিয়া ইউক্রেনের যুদ্ধে মাথায় হাত সোনা ব্যবসায়ীদের, সর্বকালীন রেকর্ড ভাঙতে চলেছে হলুদ ধাতু

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া ইউক্রেনের সংঘাত যেন ক্রমশ বাড়ছে। যার জেরে সোনার দোকানের পথ ভুলছে আমজনতা। কারণ সোমবার দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) থেকে জানা গেছে, প্রতি ১০ গ্রামে ৫০ হাজারের থেকেও দাম বেড়েছে সোনার। ১.৭০ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ হাজার ৪৪৫ টাকা। যদিও এটি কিন্তু সবোচ্চ দাম নয়। এর আগেও ২০২০ সালের অগাস্ট মাসে সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়েছিল। যা কিন্তু মধ্যবৃত্তের নাগালের বাইরে বেরিয়ে গিয়েছিল। দাম হয়েছিল ৫৬ হাজার ২০০ টাকা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। দাম হয়েছে প্রতি কেজিতে দাম দাঁড়িয়েছে ৭০ হাজার ১৭৩ টাকা। মাথায় হাত সাধারণের। কারণ চলছে বিয়ের মাস। তবে প্রশ্ন আদৌও কি আর দাম কমবে হলুদ ধাতুর ?

দাম বেড়েছে সোনার

দাম বেড়েছে সোনার

সংঘাতের আবহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা, রুপোর দাম। তবে, বলা বাহুল্য দেড় বছরে এই প্রথমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২ হাজার ডলার বৃদ্ধি পেয়েছে। স্পট গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। দাম দাঁড়িয়েছে ১.৯৮৬ ডলার। আউন্স সোনার দাম ঊর্ধ্বমুখী হয়ে হয়েছে ২০০০.৬৯ ডলার। ২০২০ সালের ১৯ অগাস্ট পর থেকে সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে।

 ভারতীয় মুদ্রার দাম কমেছে

ভারতীয় মুদ্রার দাম কমেছে

রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বন্ধু দেশগুলিকে রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছেন। যুদ্ধের এই কঠিন পরিস্থিতির মধ্যেই রবিবার অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। যা ১৪০ ডলার বৃদ্ধি পেয়েছে। গতকালই কিন্তু WTI বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩০.৫০ ডলার। ২০০৮ সালে কিন্তু সব থেকে বেশি ঊর্ধ্বমুখী হয়েছিল। ব্রেন্ট ক্রুড ও WTI ২০০৮ সালের জুলাই মাসে সব থেকে বেশি আঘাত হেনেছিল। ডলার প্রতি ভারতীয় মুদ্রার দামও কিন্তু কমেছে, ৭৬.৯৬৷ দেশের ইতিহাসে এটা সব থেকে বড় পতন।

 শ্রীরাম আইয়ার কী জানালেন

শ্রীরাম আইয়ার কী জানালেন

শ্রীরাম আইয়ার, রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষকরা জানিয়েছেন, আন্তর্জাতিক স্বর্ণের স্পট ও কমেক্স ফিউচার আজ সকালে এশিয়ান বাণিজ্যে আউন্সে ২ হাজার ডলার দাম বৃদ্ধি পেয়েছে। টেকনিক্যালি, LBMA গোল্ডের দাম ব্রদ্ধি পেয়ে হয়েছে ২০১৫-২০২২ ডলার। যা ছিল ১৯৮২-১৯৭০ ডলার ছিল।

দেশী সোনার দাম বেড়েছে

দেশী সোনার দাম বেড়েছে

তিনি আরও জানান, ক্রমেই বৃদ্ধি পেয়েছে দেশী সোনার দাম। সোমবার সকালে তা কিন্তু রেকর্ড ছাড়াল। MCX গোল্ডে, প্রতি বছর এপ্রিলে ৫২ হাজার ৫০০ টাকার মধ্যে থাকে। কিন্তু এখনই আছে ৫২ হাজার ৭৫০ টাকা থেকে ৫৩ হাজার টাকার মধ্যে। যা ব্রদ্ধির সাক্ষী।

 শেয়ারইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মত কী

শেয়ারইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মত কী

শেয়ারইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং রিসার্চ প্রধান রবি সিং জানান, এখন সোনার দাম ৫২ হাজার ৮০০ টাকা। যুদ্ধের জন্য দাম বাড়ছে সোনার। আইসিআইসিআই ডাইরেক্ট বলেন, মার্কিন কোষাগারের ফলন ও বিশ্ব বাজার মন্দার জন্য এতটাই ঊর্ধ্বমুখী সোনা।

দাম বাড়ল রুপোরও

দাম বাড়ল রুপোরও

সোনার সঙ্গে লাফিয়ে বেড়েছে রুপোর দামও। ১.৯৫ শতাংশ দাম বেড়েছে। এক কেজিতে বেড়েছে ৭০ হাজার ৫১০ টাকা। MCX সিলভার, ৬৯ হাজারের মধ্যে রুপোর দাম ঘোরা ফেরা করে প্রতি বছর মে মাসে। কিন্তু এখনই তাঁর দাম বৃদ্ধি পেয়েছে। দাম বেড়ে হয়েছে ৬৯ হাজার ৬০০ টাকা থেকে ৭০ হাজার ২০০ টাকা জানিয়েছেন আইয়ার।

English summary
russia ukraine crisis gold and silver price also increased during the war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X