For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসার প্রয়োজন নেই, মার্কজদের গুলি করে মারা উচিত, করোনা সংক্রমণ নিয়ে হুমকি রাজ ঠাকরের

নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের জমায়েতের পরেই করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছে । দেশে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

Google Oneindia Bengali News

নিজামউদ্দিনে তাবলিঘি জামাতের জমায়েতের পরেই করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছে । দেশে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত ২ দিনে ৬০০ জনের বেশি সংক্রামিত হয়েছেন এই তাবলিঘি জামাতের সভায় যোগ দেওয়ায়। ঘটনার তীব্র নিন্দা করে ফুঁসে উঠেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তিনি বলেছেন করোনা আক্রান্ত মার্কজদের চিকিৎসা করা উচিত নয়, তাঁদের গুলি করে মারা উচিত।

রাজ ঠাকরের হুঙ্কার

রাজ ঠাকরের হুঙ্কার

তাবলিঘি জামাতের সভার পরেই করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে গোটা দেশে। তথ্য গোপন করে এই সভা করায় ফুঁসে উঠেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তিনি বলেছেন, যেভাবেই তারা এই কাজ করেছেন তাতে করোনা সংক্রামিত বলেও মার্কজদের চিকিৎসা করা উচিত নয়, তাদের গুলি করা উচিত। তিনি বলেছেন তাবলিঘি জামাতের যাঁরা পুলিসের উপর আক্রমণ করেছে তাঁদের প্রকাশ্যে বেঁধে মারধর করা উচিত যাতে অন্যরা শিক্ষা পায়।

তথ্য গোপন করে জমায়েত

তথ্য গোপন করে জমায়েত

করোনা সংক্রমণ দেশে ছড়াতে শুরু করেছে জেেনও তথ্য গোপন করে নিজামউদ্দিনে জমায়েত করেছে তাবলিঘি জামাত। এমনকী সেখান যে ২০০০ জন বিদেশি রয়েছেন সে তথ্যও গোপন করা হয়েছিল। তারপরেই ছড়াতে শুরু করে করোনা ভাইরাস। দিল্লির নিজামউদ্দিন এখন করোনা ভাইরাসে আঁতুরঘর হয়ে উঠেছে। যার জেরে গোটা দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

 সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে

সবচেয়ে বেশি সংক্রমণ মহারাষ্ট্রে

করোনা ভাইরাসে েদশে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। ৪০০ অতিক্রম করেছে সংক্রমণ। তারপরেই তাবলিঘি জানাতে অংশ গ্রহনকারীদের জন্য আরও সংক্রমণ বাড়ছে বলে জানানো হয়েছে। একই সূত্রে সংক্রমণ ছড়িয়েছে তামিলনাড়ু এবং জম্মু ও কাশ্মীরেও।

English summary
Raj Thackeray threat Markaj people who spread coronavirus shoud be Shot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X