For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বতঃস্ফূর্ত প্রশ্নের লিখিত জবাব দেন! মোদী সম্পর্কে কেন বললেন রাহুল

এনটিইউ-তে দেওয়া সাক্ষাতকার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Google Oneindia Bengali News

বিদেশ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করলেন সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ মোদী 'স্ক্রিপ্টেড সাক্ষাতকার' দেন। অর্থাত তাঁর সাক্ষাতকারের প্রশ্ন ও উত্তর আগে থেকে সাজানো থাকে। রাহুলের বক্তব্য যদি মোদী 'সত্যিকারের প্রশ্ন' গ্রহণ করেন তবে তা 'আমাদের সকলের জন্য বিব্রতকর' হবে।

মোদী স্বতঃস্ফূর্ত প্রশ্নের লিখিত জবাব দেন!

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গিয়েছিলেন প্রধাণমন্ত্রী। সিঙ্গাপুরে নানাইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি (এনটিইউ)-তে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। সেই সাক্ষাতকারের কথা উল্লেখ করেই মোদীকে কটাক্ষে বিদ্ধ করেছেন রাহুল।

সেই প্রশ্নোত্তর পর্বের একটি ভিডিও রেকর্ডে দেখা গিয়েছে এক ছাত্রের প্রশ্নের জবাব মোদী হিন্দিতে দেন। তারপরই পাশে থাকা দোভাষীকে একটি কাগজ থেকে মোদীর উত্তরের ইংরাজী অনুবাদ পড়ে শোনাতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, মোদী হিন্দীতে যতটুকু বলেছিলেন, ইংরাজী উত্তরে তার বাইরেও বেশ কয়েকটি কথা ছিল। তার থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় মোদীর এই সাক্ষাতকারের প্রশ্নোত্তর সবই পূর্ব-পরিকল্পিত।

টুইটারে মোদীর সমালোচনা করে রাহুল গান্ধী লিখেছেন: (মোদী) ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি এমন 'স্বতঃস্ফূর্ত' প্রশ্ন গ্রহন করেন, যার উত্তর অনুবাদকের কাছে আগে থেকে লেখা থাকে!' তবে এখানেই রাহুলের বক্রোক্তির শেষ নয়, তিনি আরও বলেন, 'ভাগ্যিস তিনি সত্যিকারের প্রশ্ন নেন না। যদি তিনি তা নিতেন, তবে আমাদের সকলের জন্য তা সত্যিই বিব্রতকর হতো"। টুইটটির সঙ্গে কংগ্রেস সভাপতি মোদীর প্রশ্নোত্ততরের একটি ভিডিও জুড়ে দিয়েছেন। সেখানে দোভাষীর কাগজ দেখে ইংরেজি উত্তর দেওয়ার দৃশ্যটিও রয়েছে।

এমুহুর্তে রাহুল অবশ্য দেশে নেই। তাঁর মা তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে সোনিয়া গান্ধীর চিকিৎসা চলছে। তবে মোদীর নানাইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির এই প্রশ্নোত্তরটি নিয়ে রাহুলেরও আরেক কংগ্রেস নেতা সমালোচনা করেছেন। গত রবিবার কংগ্রেস নেতা শশী থারুর ওই সাক্ষাত্কারটির একটি সংবাদ প্রতিবেদন-সহ টুইট করে বলেন, 'অনুবাদক প্রধানমন্ত্রীর যা বলা উচিত ছিল তা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী তা বলেননি।'

English summary
Congress president Rahul Gandhi slams PM Modi over his NTU interview on twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X