For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Punjab election 2022: ছাড়া পাচ্ছেন রাম-রহিম, ভোটের অঙ্ক কষেই কি সিদ্ধান্ত হরিয়ানা সরকারের তুঙ্গে জল্পনা

পাঞ্জাবে ভোটের আগে জেল থেকে অল্পদিনের ছুটিতে মুক্তি পেতে চলেছেন গুরমিত রামরহিম,

Google Oneindia Bengali News

আর কয়েকদিন পরেই পাঞ্জাবে বিধানসভা ভোট। ঠিক তার আগেই হরিয়ানা সরকার সাময়িক সময়ের জন্য দেরা প্রধান গুরমিত রামরহিমকে মুক্তি দিচ্ছেন। ভোেটর ঠিক আগেই কি পরিকল্পনা করে হরিয়ানার বিজেপি সরকার রাম রহিমকে মুক্তি দিচ্ছে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও বিজেপি সেই দাবি উড়িয়ে দিয়েছে।

জেল থেকে ছাড়া পাচ্ছেন রামরহিম

জেল থেকে ছাড়া পাচ্ছেন রামরহিম

ভোটের ঠিক আগে অল্প সময়ের জন্য ছাড়া পাচ্ছে দেরা প্রধান গুরমিত রাম রহিম। ২১ দিনের জন্য ছাড়া হচ্ছে গুরমিত রাম রহিমকে। বিজেপি শাসিত হরিয়ানা সরকার ভোটকে সামনে রেখেই এই অনুমতি দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ পাঞ্জাবে রামরহিমের অনুগামীর সংখ্যা অসংখ্য। সেকারণেই হরিয়ানা সরকার এই পদক্ষেপ করেছে মোদী সরকার। কারণ হরিয়ানায় বিজেপি এবং জেজেপি জোট সরকার রয়েছে। সেকারণেই ঠিক ভোটের আগে পরিকল্পনা করে রামরহিমকে মুক্তি দিচ্ছে হরিয়ানার বিজেপি সরকার।

ভোট ব্যাঙ্ক দখল টার্গেট

ভোট ব্যাঙ্ক দখল টার্গেট

দুটি ধর্ষণ মামলা সহ প্রতারণা একাধিক অভিযোগে জেল খাটছেন দেরা প্রধান গুরমিত রামরহিম। পাঞ্জাবে তাঁর অনুগামীর সংখ্যা অসংখ্য। দেরাকে গ্রেফতার করার সময় পাঞ্জােব বিপুল অশান্তি ছড়িয়েছিল। গোটা রাজ্যের একাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছিল। রীতিমত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানায়। অগনিত অনুগামী রাম রহিমের। এমনকী তাঁর জেলে যাওয়ার পরেই জনপ্রিয়তা কমেনি। অসংখ্য অনুগামী রয়েছে। তাঁদের ভোট পেতেই রামরহিমকে ভোটের আগে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

জল্পনা ওড়াল বিজেপি

জল্পনা ওড়াল বিজেপি

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যেকোনও জেলে থাকা আসামিই প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন। রামরহিমও সেইরকম আবেদন করেছেন এবং সেকারণেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগেই মুক্তি দেওয়া হচ্ছে রাম রহিমকে। পুরোটাই ঘটনাচক্রে হয়ে গিয়েছে বলে দাবি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রীষ এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।

পাঞ্জাব যাওয়ায় নিষেধাজ্ঞা

পাঞ্জাব যাওয়ায় নিষেধাজ্ঞা

এদিকে পাঞ্জাবে গুরমিত রাম রহিমের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে হরিয়ানা হাইকোর্ট। তাতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে বলে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। সেকারণে ছাড়া পেলেও পাঞ্জাবে তিনি যেতে পারবেন না। তবে পাঞ্জাবে রামরহিমের অগনিত শিষ্য রয়েছেন। তাঁদের িতনি অনায়াসে প্রভাবিত করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কাজেই সেক্ষেত্রে পাঞ্জাবের ভোটের আগে সেখানে যাওয়ার সম্ভাবনা নেই রামরহিমের।

English summary
Gurmit Ram Rahim will be relesed from jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X