For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্যায় থেকেও গুজরাত হিমাচলে সহজেই ভোট বৈতরণী পার হচ্ছে বিজেপির, বলছে সমীক্ষা

Google Oneindia Bengali News

গুজরাত এবং হিমাচলপ্রদেশ, দুই জায়গাতেই সমস্যায় রয়েছে বিজেপি। তবে বেশিরভাগ সমীক্ষা বলছে যে এই দুই রাজ্যেই ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই। হিমাচলপ্রদেশে কোনওবারই একটি পার্টি টানা দুবার নির্বাচিত হয় না। সেখানেও বলা হচ্ছে এনার ফের বিজেপি ক্ষমতায় আসবে।

বিরোধী শক্তিশালী নয়

বিরোধী শক্তিশালী নয়

আসলে বিরোধী থেকেই যদি শক্তিশালী না হয়ে তাহলে যা হওয়ার তাই হচ্ছে। অনেক ভুল অনেক সমস্যায় জর্জরিত হওয়া সত্ত্বেও পার্টি বদল হচ্ছে না বলেই বলছে সমীক্ষা।

গুজরাত

গুজরাত

রিপাবলিক টিভি-পি-মার্ক বলছে যে বিজেপি গুজরাতে দুই তৃতীয়াংশ আসল পেয়ে ক্ষমতায় আসবে। ১৮২ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১২৭ থেকে ১৪০টি আসন, ভোট শেয়ার থাকবে ৪৬.২ শতাংশ। এটা ২০১৭ সালের থেকে অনেক বেশি। সেবারে আরা ৯৯টি আসন পেয়েছিল। এবারে সমস্যা থাকা সত্বেও আসন কমার বদলে বেড়ে যাচ্ছে, অর্থাৎ বিরোধী শক্তিশালী নয়। আপ হইচই করলেও এখনই ক্ষমতায় এসে যাওয়ার মতো জায়গায় নেই।

কংগ্রেস পেতে পারে ৩৭ থেকে ৪৫টি আসন। ভোট শেয়ার হবে ২৮.৪ শতাংশ। আপ জিততে পারে ৯ থেকে ২১টি আসন। পেতে পারে ২০.৬ শতাংশ ভোট। অন্যান্যরা সর্বোচ্চ ২টি আসন পেতে পারে।

 হিমাচল

হিমাচল

হিমাচলে ৬৮ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩৭ থেকে ৪৫ টি আসন, ভোট শেয়ার থাকবে ৪৫.২ শতাংশ। আপ হইচই করলেও এখনই ক্ষমতায় এসে যাওয়ার মতো জায়গায় নেই।


কংগ্রেস পেতে পারে ২২ থেকে ২৮ টি আসন। ভোট শেয়ার হবে ৪০.১ শতাংশ। তাঁদের আবার এখানে অল্প হলেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ওই নেই মামার চেয়ে কানা মামা অবস্থা কংগ্রেসের। এই নিয়েই তাঁদের খুশি থাকতে হবে। অর্থাৎ সুদূর দক্ষিনে হয়ে মহারাষ্ট্রে আসা ভারত জোড়ো যাত্রার বিশেষ প্রভাব পড়ছে না এই দুই ভোটে। হিমাচলে আপ জিততে পারে ১টি আসন, অন্যান্যরা এক থেকে ৪ টি আসন। আপ পেতে পারে ৫.২ শতাংশ ভোট।

লড়াই

লড়াই

সবমিলিয়ে বলা যেতে পারে যে লড়াই যা হবার কথা ছিল তা একেবারেই হবে না গুজরাতে। উপর উপর দেখতে গেলে আপ - বিজেপি জোড় টক্কর চলছে, কিন্তু বাস্তব ছবি অন্য কিছুই হতে পারে। আপের এখনও সেই জমি তৈরি হয়নি। তাঁরা এখন কংগ্রেসের জায়গা নিচ্ছে। স্টেপ জাম্প করে অঙ্ক মেলানোর জায়গায় নেই তাঁরা তা স্পষ্ট হয়ে যাচ্ছে। কংগ্রেস লড়াই দিতে পয়ারে হিমাচলে।

গুজরাতে বিজেপির টিকিট পেলেন জাদেজা জায়া, লড়বেন উত্তর জামনগর থেকে গুজরাতে বিজেপির টিকিট পেলেন জাদেজা জায়া, লড়বেন উত্তর জামনগর থেকে

English summary
Gujarat and himachal will be saffron again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X