For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতি দূরে রেখে করোনা মোকাবিলায় উদ্ধবের পরামর্শে সায় মোদীর

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে পরামর্শ চান প্রধানমন্ত্রী।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে দেশে

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে দেশে

ইতিমধ্যেই, ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তারমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে এই ভাইরাসের কবলে ২৩৫ জন। সরকারি ভাবে মৃতের সংখ্যা ৫৩। তারমধ্যে বেশীরভাগ হয়েছে গতমাসে দিল্লিতে জমায়েতে অংশগ্রহণকারীদের থেকে।

উদ্ধব ঠাকরের দেওয়া পরামর্শ মেনে নিলেন প্রধানমন্ত্রী

উদ্ধব ঠাকরের দেওয়া পরামর্শ মেনে নিলেন প্রধানমন্ত্রী

এই পরিস্থিতিতে বৈঠকের সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দেওয়া পরামর্শ মেনে নিলেন প্রধানমন্ত্রী। উদ্ধব তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সব রাজ্যের ধর্মীয় নেতাদের অনুরোধ করা হোক যাতে তাঁরা সাধারণ মানুষকে বড় জমায়েতে হাজির হতে বারণ করেন। এবং নিজামুদ্দিনের ঘটনার পর এরম একটি প্রস্তাব খুব সহজেই মেনে নেন প্রধানমন্ত্রী।

অন্য মুখ্যমন্ত্রীদের পরামর্শ মোদীর

অন্য মুখ্যমন্ত্রীদের পরামর্শ মোদীর

উদ্ধব ঠাকরের পরামর্শ মেনে নিয়ে প্রধানমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রীদের বলেন, যেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের রাজ্যের ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেন। ধর্মীয় নেতারা যেন তাঁদের সংগঠনের সদস্যদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন।

চলছে ২১ দিনের লকডাউন

চলছে ২১ দিনের লকডাউন

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশ লকডাউন জারি ১৪ এপ্রিল পর্যন্ত। ২১ দিনের এই লকডাউনের সময় যে ভারতীয় নাগরিকদের মানসিক স্বাস্থ্য ভালো থাকা দরকার, উদ্ধব ঠাকরের এই বক্তব্যের সঙ্গেও একমত হন প্রধানমন্ত্রী।

English summary
pm modi accepted uddhav thackeray's idea to prevent corovairus spread
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X