For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ-র জন্যে মোদী-শাহকে ধন্যবাদ জানাতে বিজেপি সদর দফতরে পাকিস্তানী শরণার্থীরা

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন আনার জন্যে বিজেপি নেতা তথা প্রধাধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানাতে দিল্লিতে বিজেপি সদর দফতরের বাইরে ভিড় করেছেন শরণার্থীরা। মূলত পাকিস্তান থেকে আসা হরিয়ানা ও দিল্লির বিভিন্ন প্রান্তে থাকা শরণার্থীরা বিজেপির সদর দফতরে এসেছেন।

সিএএ-র জন্যে মোদী-শাহকে ধন্যবাদ পাকিস্তানী শরণার্থীদের

এর আগে নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হওয়ার পর খুশি দেখা গিয়েছিল রাজস্থানে থাকা পাকিস্তান থেকে আসা শরণার্থীদের মধ্যেও। যোধপুর ও রাজস্থানের বিভিন্ন জায়গায় থাকা পাকিস্তানী হিন্দু শরণার্থীরা এই নিয়ে উল্লাস করে। গত বেশ কয়েক বছর ধরে রাজস্থানে থাকা এই শরণার্থীরা খুব কষ্টে থাকতেন। নাগরিকত্ব না থাকার কারণে তাঁরা সাধারণ কোনও সুযোগ সুবিধা পেতেন না। তবে এখন নতুন এই নাগরিকত্ব আইন পাশ হয়ে যাওয়ায় তাঁদের জীবনে নতুন আার আলো জ্বলেছে।

নতুন নাগরিকত্ব সংশোধিত আইনের শর্ত, ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন ধর্মের যেই লোকেরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করেছেন, তারা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। বিলটি লোকসভায় ৩১১-৮০ ব্যবধানে পাশ হয়। এরপর রাজ্যসভায় এটি পাশ হয় ১২৫-৮২ ব্যবধানে।

এদিকে ক্রমাগত সিএএ-র বিরোধিতা করে চলেছে কংগ্রেস। দেশজুড়ে এই নিয়ে আন্দোলন গড়ে তোলারও চেষ্টায় তারা। তবে পাকিস্তানি শরণার্থীদের পাশে রাজস্থানের কংগ্রেস সরকার। বাজার দরের থেকে অর্ধেক দামে গেহলত সরকার রাজ্যের রাজধানী জয়পুরে জমি বরাদ্দ করলেন শরণার্থীদের জন্য। জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি সূত্রে জানা গিয়েছে, প্রায় শতাধিক পাকিস্তানি শরণার্থীর জন্য জমির কাগজ তুলে দেওয়া হয়েছে। জমি দেওয়া হয়েছে খুশহার এক্সটেনশন এলাকায়।

English summary
Pakistani refugees reach BJP headquarters to thank Narendra Modi, Amit Shah for caa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X