For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু পূণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ, চরম বিতর্কে পুলিশ অফিসার

দেশের বিভিন্ন দিকে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রাবণ মাসের শিবরাত্রি। এই উপলক্ষ্যে কাঁওয়ারি পূণ্যার্থীরা বিভিন্ন জায়গায় শিবমন্দিরে এদিন পূজা অর্চনা করছেন।

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন দিকে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রাবণ মাসের শিবরাত্রি। এই উপলক্ষ্যে কাঁওয়ারি পূণ্যার্থীরা বিভিন্ন জায়গায় শিবমন্দিরে এদিন পূজা অর্চনা করছেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও এদিন ধুমধাম সহকারে পালিত হচ্ছে এই উৎসব। সেখানে দলে দলে শিবমন্দিরে ভিড় করছেন কাঁওয়ারিয়ারা। আর সেই কাঁওয়ারি পূণ্য়ার্থীদের ওপর আকাশপথে হেলিকপ্টারে পুষ্পবর্ষণ করে এদিন চরম বিতর্কের জন্ম দেন মেরঠের পুলিশ অফিসার প্রশান্ত কুমার।

হিন্দু পূণ্যার্থীদের ওপর হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ, চরম বিতর্কে পুলিশ অফিসার


পরনে পুলিশের উর্দি। ফলে বোঝা যাচ্ছে তিনি কর্তব্যরত অবস্থায় রয়েছেন। আর এমন সময়েই হেলিকপ্টারে আকাশ পথে যেতে যেতে সেখানে থেকে গোলাপের পাপড়ি কাঁওয়ারিয়াদের ওপর ছড়ান প্রশান্ত কুমার। ঘটনার ছবি সহ ভিডিও প্রকাশ্যে আসে। আর তা আসতেই যোগীরাজ্য উত্তরপ্রদেশে পুলিশের এমন আচরণ নিয়ে ব্য়পক সমালোচনা শুরু হয়। এদিকে বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রশান্ত কুমার জানান, 'এরমধ্যে কোনও ধর্মীয় বিষয় নেই। প্রশাসন সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করে। ' তিনি জানান শহরে মানুষজনকে স্বাগত জানাতেই এমন পুষ্প বর্ষণ।

এদিকে, ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। একাধিক জন প্রশ্ন তোলেন যে জনতার কর দেওয়ার টাকায় প্রশাসন এত অর্থ খরচ করে কেন পুষ্প বর্ষণ করছেন? ঘটনার ঘিরে ব্যাপক সমালোচনার মুখে যোগী প্রশাসন।

English summary
UP Police Officer's Flower Shower For Kanwar Pilgrims Sparks Outrage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X