ঝাড়খণ্ডে বিজেপির হারে খুশি বিরোধী শিবির, হেমন্তকে শুভেচ্ছা বার্তা
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রের পর এবার ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছে কংগ্রেস জোট। বিজেপির হারে খুশি বিরোধী শিবির। একের পর এক শুভেচ্ছা বার্তা দিয়ে চলেছেন বিরোধী নেতারা।

মমতার শুভেচ্ছা বার্তা
ঝাড়খণ্ডে কংগ্রেস-জেএমএম জোটের জয়ে খুশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেএমএম নেতা হেমন্ত সোরেনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মমতা টুইটে লিখেছেন হেমন্তের উপর বিশ্বাস রেখেছে মানুষ। কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকে সমর্থন জানানোয় ঝাড়খণ্ডের ভাইবোনেদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কেজরিওয়ালের শুভেচ্ছা বার্তা
ঝাড়খণ্ডের ভোটের ফলাফল প্রকাশের পরেই হেমন্ত সোরেনকে শুভেচ্ছা জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সিএএ এবং এনআরসি নিয়ে যেভাবে শেষ দুই দফা ভোটের আগে বিজেপি প্রচার চালিয়েছে ততে মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁদের সিদ্ধান্ত। এনআরসি আর সিএএ- নিয়ে রায় দিয়েছে ঝাড়খণ্ডের মানুষ। বিজেপির ঔদ্ধত্যের জবাব দিয়েছে মানুষ।

অশোক গেহলটের শুভেচ্ছা
ঝাড়খণ্ডে কংগ্রেস-জেএমএম-আরজেডির জয়কে স্বাগত জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি জানিয়েছেন মহারাষ্ট্র আর হরিয়ানা বুঝিয়ে দিয়েছে বিজেপিকে েয তাদের অ্যাজেন্ডা আর কাজ করবে না। ঝাড়খণ্ডের মানুষ অখুশি ছিলেন এতোদিন। সেকারণেই তাঁরা কংগ্রেস জোটকে বেছে নিয়েছেন।
রামলীলা ময়দান থেকে মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা চালিয়েছে বিজেপি। তার জবাব ঝাড়খণ্ডের মানুষ দিয়েছে।

চিদাম্বরমের শুভেচ্ছা বার্তা
হেমন্ত সোরেনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমও। তিনি বলেছেন ঝাড়খণ্ডের ভোেটর ফলাফলই বুঝিয়ে দিচ্ছে বিজেপি ক্রমশ জমি হারাচ্ছে দেশে। হরিয়ানায় কানায় কানায় লড়াই দিয়েছে কংগ্রেস। মহারাষ্ট্রে বিজেপিকে অস্বীকার করেছে তার শরিক শিবসেনা। আর ঝাড়খণ্ডে মানুষ অস্বীকার করেছে বিজেপিকে। দেশের সংবিধানকে রক্ষা করতে সব অবিজেপি রাজনৈতিক দলকে একজোট হয়ে লড়াইয়ে নামার বার্তা িদয়েছেন তিনি।

এনসিপি ও শিবসেনার প্রতিক্রিয়া
ঝাড়খণ্ডের ভোটের ফলাফল মোদী অমিত শাহের ঔদ্ধত্যের জবাব বলেই মনে করছে এনসিপি। ঝাড়খণ্ডে গণতন্ত্রের জয় হয়েছে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র নবাব মালিক। শিবসেনাও ঝাড়খণ্ডের কংগ্রেস জোটের জয়কে স্বাগত জানিয়েছে। মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডের এই রাজনৈতিক পরিস্থিতি অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে দাবি করেছে শিবসেনা।

আরজেডির প্রতিক্রিয়া
ঝাড়খণ্ডের জয়ে খুশি আরজেডি। লালু প্রসাদ যাদব জেলে থাকার পরেও যেভাবে ফলাফল করেছে আরজেডি তাতে বিজেপির গ্রহন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন তেজস্বী যাদব। হেমন্ত সোরেনের নেতৃত্বেই মহাজোট ঝাড়খণ্ডে সরকার গড়বেন বলে জানিয়েছেন তিনি।