For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন দেখতে হবে নেতাজির মূর্তি, কবে উন্মোচন, সব তথ্য জানালেন ওড়িশার স্থাপত্য শিল্পী

Google Oneindia Bengali News

দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসবে তার ঘোষণা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর দেশের বিভিন্ন কোণ থেকে এই সিদ্ধান্তের প্রশংসা করা হয়। যদিও ২৩ জানুয়ারি নেতাজির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে একটি হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন মোদী। নেতাজির এই মূর্তি যিনি তৈরি করছেন, সেই স্থাপত্য শিল্পী ওড়িশার অদ্বৈত গদানায়ক জানিয়েছেন যে ওড়িশার ভগবান জগন্নাথের মতো নেতাজির মূর্তিও জেড ব্ল্যাক হবে।

কে তৈরি করছেন নেতাজির এই মূর্তি

কে তৈরি করছেন নেতাজির এই মূর্তি

প্রসিদ্ধ ও খ্যাতনামা স্থাপত্য শিল্পী আদিত্য গদানায়কের হাতেই মোদী সরকার নেতাজির মূর্তি তৈরির দায়িত্ব সঁপেছে। তিনি মূলত ন্যাশনাল গ্যালারি অব মর্ডান আর্ট-এর মহানির্দেশক ভাস্কর। এই আদিত্য গদানায়কের হাতেই তৈরি হয়েছে '‌ডান্ডি অভিযান'‌, যা দিল্লির রাজঘাটে স্থাপিত।

কবে বসবে এই মূর্তি

কবে বসবে এই মূর্তি

গদনায়ক এ প্রসঙ্গে বলেন, '‌এই মূর্তিটি ২৮ ফিট লম্বা হবে এবং ৮ ‌x ৮ ফিট গ্রানাইট স্লাব থেকে খোদাই করা হবে। আমি জেড ব্ল্যাক গ্রানাইট চাই। তিনটে জায়গার গ্রানাইটকে বেছে নেওয়া হয়েছে। সেগুলি হল মাইসুরু, বেঙ্গালুরু ও তেলঙ্গানা। আমি শীঘ্রই এই জায়গাগুলিতে যাব গ্রানাইট পাথর বাছাই করার জন্য।'‌ তিনি বলেন, '‌আমি ওড়িশার এবং এরকম এক মহান ব্যক্তি, যিনি নিজেও আমার রাজ্যের, তাঁর মূর্তি খোদাই করার সুযোগ পেয়ে আমি গর্বিত।'‌ গদনায়ক জানিয়েছেন ১৫ অগাস্টের মধ্যে এই মূর্তি তৈরি হয়ে যাবে এবং স্বাধীনতা দিবসের দিন উন্মোচন হবে। গদানায়ক জানান যে তিনি এই মূর্তি তৈরির প্রস্তাব চারদিন আগেই পেয়েছেন। গদানায়ক বলেন, '‌কীভাবে এই যোগ তৈরি হল সত্যিই জানি না। প্রধানমন্ত্রীর সঙ্গে কলকাতা সফরে গত বছর যাওয়ার পরই নেতাজির মূর্তি তৈরি করার পরিকল্পনা ছিল। আর চারদিন আগে প্রধানমন্ত্রী জানান যে তিনি গ্রানাইট পাথরের নেতাজি মূর্তি চান।'

কেন কালো রঙকে বাছলেন শিল্পী

কেন কালো রঙকে বাছলেন শিল্পী

তাঁর রঙ বাছাইয়ের প্রসঙ্গে শিল্পী বলেন, 'ওড়িশায় ভগবান জগন্নাথের মূর্তিও কালো রঙের। আমরা বিশ্বাস করি যে এই জাতীয় শক্তির একটি সত্তা কেবল কালোতে খোদাই করা যেতে পারে।'‌ মূর্তির চূড়ান্ত অনুমোদনের আগে তাঁর দল ডামি মূর্তি দিয়ে মহড়া সারবে। গদানায়ক জানিয়েছেন যে ২০-৩০ জন ভাস্কর্য শিল্পী এই প্রকল্পে কাজ করবেন তাঁর সঙ্গে। মূর্তির ছোট ছোট কাজগুলি হাতে খোদাই করা হবে। শিল্পী বলেন, '‌নেতাজির টুপি থেকে তাঁর গামবুট পুরোটাই হাতে খোদাই করে করা হবে।'‌

কোথায় বসবে এই মূর্তি

কোথায় বসবে এই মূর্তি

আদিত্য গদনায়ক ২৮ ফিট লম্বা গ্রানাইট পাথরের নেতাজি মূর্তি তৈরি করবেন বলে জানা গিয়েছে। এই মূর্তিটি ছায়ায় রাখা হবে এবং তা অমর জওয়ান জ্যোতির জায়গায় বসবে। শুক্রবারই এই অমর জওয়ান জ্যোতি মিলিয়ে দেওয়া হয় ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল শিখার সঙ্গে।

নেতাজি মূর্তি সম্পর্কে কিছু তথ্য

নেতাজি মূর্তি সম্পর্কে কিছু তথ্য

কালো জেড গ্রানাইট পাথরে তৈরি হবে ২৮ ফিট উচ্চতার নেতাজির মূর্তি। সূত্রের খবর, নেতাজির মূর্তি তৈরির এই জেড গ্রানাইট আসতে পারে তেলঙ্গানা, মাইসুরু ও বেঙ্গালুরুর মধ্যে কোনও একটি শহর থেকে। উল্লেখ্য ১৯৬৮ সাল পর্যন্ত ওই স্থানে পঞ্চম জর্জের একটি মূর্তি ছিল। ইন্ডিয়া গেটে নেতাজির ওই মূর্তিটি তৈরি হয়ে গেলে তা রাইসিনা হিলস থেকে দেখতে পাওয়া যাবে। নেতাজির এই মূর্তির নকশা তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নেতাজি–কন্যা

কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নেতাজি–কন্যা

প্রসঙ্গত, রবিবার নেতাজির ১২৬ তম জন্মদিনে ইন্ডিয়া গেটে একটি হলোগ্রাম মূর্তি উদ্ধোনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, '‌ভারত মাতার বীর সন্তান নেতাজিকে কোটি কোটি প্রণাম। এটি একটি ঐতিহাসিক মুহূর্তে। এই মূর্তি স্বাধীনতার নায়কের প্রতি দেশের শ্রদ্ধাঞ্জলি। স্বাধীন ভারতের স্বপ্নপূরণ এখন শুধুই সময়ের অপেক্ষা। পৃথিবীর কোনও শক্তি সেই স্বপ্নপূরণের লক্ষ্য আটকাতে পারবে না।'‌ উল্লেখ্য, ইন্ডিয়া গেটে সুভাষ চন্দ্র বসুর মূর্তি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নেতাজি কন্যা অনিতা বসু। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে নেতাজি ট্যাবলো বাতিল করার ইস্যুতে কেন্দ্র-রাজ্যের মধ্যে চাপান উতোর তৈরি হয়।আর তারই মাঝে নেতাজির মূর্তি বসানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Like Lord Jagannath of Odisha, Netaji's statue will also be of jet black
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X