For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী, অমিত শাহের পর এবার বাজারে 'ডক্টর ম্যাঙ্গো'! কোন আমের ভ্যারাইটি, কেনইবা এই নামকরণ

মোদী, অমিত শাহের পর এবার বাজারে 'ডক্টর ম্যাঙ্গো'! কোন আমের ভ্যারাইটি, কেনইবা এই নামকরণ

Google Oneindia Bengali News

সময়টা ফলের রাজার। কিন্তু সেই ফলের রাজা আমের সরবরাহ মার খাচ্ছে করোনা ভাইরাস মহামারী হওয়ার কারণে। সেই আমেরই নামকরণ এবার স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে। আর যিনি নামকরণ করেছেন তিনিও কম যান না। আগে তিনি বিভিন্ন সেলিব্রিটির নামে আমের নাম দিয়েছেন। ভারত সরকারের থেকে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।

এবার বাজারে 'ডক্টর ম্যাঙ্গো'

এবার বাজারে 'ডক্টর ম্যাঙ্গো'

এবার বাজারে আসছে ডক্টর ম্যাঙ্গো। করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে কাজ করে চলেছে, তাঁদের কাজে উৎসাহ দিতেই এই নামকরণ করা হয়েছে।

 নামকরণ করেছেন ম্যাঙ্গো ম্যান

নামকরণ করেছেন ম্যাঙ্গো ম্যান

উত্তর ভারতের নামকরা আমচাষী হাজি কালিমুল্লা নতুন প্রজাতির আমের কথা জানিয়েছেন। তাঁকে এলাকায় লোকে ম্যাঙ্গো ম্যান নামেই বলে থাকেন। এর আগে পদ্মশ্রী সম্মানও পেয়েছেন লখনৌর কাছে মালিহাবাদের এই বাসিন্দা। শুধু এবারই নয়, এর আগেও তিনি আমের নামকরণ করেছেন সেলিব্রিটিদের নামে।

মোদী, অমিত শাহের নামেও রয়েছেন আম

মোদী, অমিত শাহের নামেও রয়েছেন আম

গতবছর হাজি কালিমুল্লা অমিত শাহের নামেও আমের নামকরণ করেছিলেন। ২০১৫ সালে তিনি নরেন্দ্র মোদীর নামে আমের নাম রেখেছিলেন।

English summary
New variety of Dussehri Mango named after healthcare workers as Doctor Mango
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X