For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদম্বরমকে নিয়ে অধীর চৌধুরীর টুইটে নেটিজেনরা হতভম্ব, কী চাইছেন তিনি, প্রশ্নে তোলপাড়

মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম আইএনএক্স মিডিয়াতে সুপ্রিম কোর্টের জামিন পাওয়ার পরে অধীর রঞ্জন চৌধুরী তার মতামত প্রকাশ করেছেন টুইটার হ্যান্ডেলে।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম আইএনএক্স মিডিয়াতে সুপ্রিম কোর্টের জামিন পাওয়ার পরে কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী তার মতামত প্রকাশ করেছেন টুইটার হ্যান্ডেলে। এই বিষয়টি নিয়ে অধীর চৌধুরীর টুইটের ফলে সোশ্যাল নেটওয়ার্কিং মাইক্রোব্লগিং সাইট টুইটারে ঝড় উঠেছে। সমালোচনার বন্যাও বইতে শুরু করেছে অধীরের মন্তব্যের পর।

অধীরের টুইটের পর সমালোচনার ঝড়

অধীরের টুইটে নেটিজেনরাই হতভম্ব। অধীর চৌধুরী কী বলতে চাইছেন, তা জিজ্ঞাসা করেছেন কেউ কেউ। আবার কেউ কেউ লিখেছেন- আপনার অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে গিয়েছে। এরকম নানা মতামত ব্যক্ত করেছেন নেটিজেনরা। মোট কথা অধীরের টুইটের পর ঝড় বইতে শুরু করেছে সোশাল মিডিয়ায়।

পোস্টটি অসংখ্য প্রতিক্রিয়া পায়

অধীর চৌধুরী লেখেন- ‘পি চিদাম্বরমের হেফাজতের বৃদ্ধি স্পষ্টতই প্রমাণ করে দিয়েছে যে, দিনের শেষে সত্যই বিরাজ করে, তিনি অপ্রতিরোধ্য'। এরপরই অন্যান্য টুইটার ব্যবহারকারীরা মনোরঞ্জনের উপাদান পেয়ে যান অধীরের টুইটে। তাঁর পোস্টটি অসংখ্য প্রতিক্রিয়া পায় নেটিজেনদের।

অ্যাকাউন্ট কি হ্যাক, প্রশ্ন

বহরমপুরের সংসদ সদস্যের টুইটটি দেখার পর নেটিজেনরা তাঁর মন্তব্যের নিজস্ব ব্যাখ্যা নিয়ে এসেছেন। রাজনীতিবিদদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা তা নিয়ে কেউ কেউ ভাবছেন, অন্যরা এটিকে অনুবাদ ভুল হয়েছে বলে অভিহিত করেছেন।

চিদাম্বরমের জামিন মঞ্জুর প্রসঙ্গে

মঙ্গলবার সিবিআইয়ের দায়ের করা আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সিনিয়র কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। বিচারপতি আর বানুমাথির নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই মামলায় চিদাম্বরমের জামিন প্রত্যাখ্যান করে ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করে।

 <strong>পাশে থাকার বার্তা দিয়ে তিহারে শিবকুমারের সঙ্গে সাক্ষাৎ সনিয়ার</strong> পাশে থাকার বার্তা দিয়ে তিহারে শিবকুমারের সঙ্গে সাক্ষাৎ সনিয়ার

English summary
Netizens puzzled on Adhir Chowdhury's tweet on P Chidambaram. P Chidambaram received bail from the Supreme Court in the INX Media,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X