For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাশে থাকার বার্তা দিয়ে তিহারে শিবকুমারের সঙ্গে সাক্ষাৎ সনিয়ার

দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধী।

Google Oneindia Bengali News

দিল্লির তিহার সংশোধনাগারে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধী। কর্নাটকের এই শীর্ষস্থানীয় নেতাকে ৫০ দিন আগে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালো টাকা পাচারের মামলায় তদন্তকারী সংস্থাটি বেশ কয়েকদিন জিজ্ঞাসাবাদ করে শিবকুমারকে। তারপর ইডি দাবি করে, তদন্তে সহযোগিতা করছিলেন না শিবকুমার। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্রেফতার করা হয় তাঁকে।

পাশে থাকার বার্তা দিয়ে তিহারে শিবকুমারের সঙ্গে সাক্ষাৎ সনিয়ার

ইডি-র দাবি, ২০১৭ সালের অগাস্ট মাসে কর্নাটকের প্রাক্তন মন্ত্রী শিবকুমারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায় তদন্তকারী দল। তল্লাশি চলাকালীন প্রায় ৩০০ কোটির বেশি টাকা উদ্ধার হয়, যার কোনও হিসেব দিতে পারেননি ওই কংগ্রেস নেতা। এদিকে এই তল্লাশির সময় গুজরাতে রাজ্যসভার ভোটের তোরজোর ছিল তুঙ্গে। গুজরাত কংগ্রেসের ৪৩ জন বিধায়ককে বেঙ্গালুরুর রিসর্টে এনে রেখেছিলেন শিবকুমার। সেখান থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান তদন্তকারীরা। পরবর্তীতে কর্নাটকে বিজেপির বিকল্প হিসেবে এইচডি কুমারস্বামীর সরকার গড়ার পিছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শিবকুমার। কুমারস্বামী সরকারকে সঙ্কট থেকে বাঁচাতে কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের ফের দলে টানার জন্য মুম্বইতেও পৌঁছেছিলেন তিনি।

এর আগে গত মাসে পি চিদাম্বরমের সঙ্গে দেখা করতেও তিহারে গেছিলেন সনিয়া। সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আইএনএক্স মিডিয়া মামলায় দূর্নীতির অভিযোগে ৫ সেপ্টেম্বর থেকে সেখানেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন চিদাম্বরম। গতকাল এই মামলায় সিবিআই-এর দায়ের করা মামলায় জামিন পেলেও এখনও জেলেই থাকতে হবে তাঁকে। কারণ এই একই মামলায় ইডি-র হাতেও গ্রেফতার হয়েছেন তিনি।

কংগ্রেসের শীর্ষে থাকা সনিয়ার এভাবে চিদাম্বরম ও পরবর্তীতে শিবকুমারের সঙ্গে দেখা করতে যাওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস প্রথম থেকেই চিদাম্বরম ও শিবকুমারের গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করে এসেছে। এই দুই শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে জেলে গিয়ে দেখা করার মাধ্যমে কার্যত তাঁদের পাশে থাকার বার্তাই দিলেন কংগ্রেস সভানেত্রী।

 কুমারস্বামী হয়ে উঠবেন চৌতালা! হরিয়ানায় হঠাৎ কংগ্রেসের পালে হাওয়া নয়া সমীক্ষায় কুমারস্বামী হয়ে উঠবেন চৌতালা! হরিয়ানায় হঠাৎ কংগ্রেসের পালে হাওয়া নয়া সমীক্ষায়

বদলে যেতে পারে যাবতীয় সমীক্ষার ফল, নয়া সমীক্ষায় নয়া সম্ভাবনা উঁকি দিচ্ছে রাজ্যেবদলে যেতে পারে যাবতীয় সমীক্ষার ফল, নয়া সমীক্ষায় নয়া সম্ভাবনা উঁকি দিচ্ছে রাজ্যে

English summary
Congress President Sonia Gandhi went to Tihar Jail to meet Karnataka leader DK Shivakumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X